ভারতের UPI-তেই মজে বিশ্ব! এবার একসাথে শ্রীলঙ্কা এবং মরিশাসে শুরু হবে পরিষেবা, লঞ্চ করবেন মোদী

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface, UPI) পরিষেবা এবার শুরু হতে চলেছে আরও দুই দেশে। এমতাবস্থায়, আগামী সোমবার দুপুর ১ টায় শ্রীলঙ্কা এবং মরিশাসে চালু হতে চলেছে এই পরিষেবা। এর পাশাপাশি, মরিশাসে RuPay কার্ড পরিষেবা চালু করা হবে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছে।

উল্লেখ্য যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার এই “ঐতিহাসিক সূচনা”-য় অংশগ্রহণ করবেন। এক্স মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি পোস্টে এই আপডেট জানানো হয়েছে। পাশাপাশি, RBI-এর ইউটিউব চ্যানেলে ভারতের এই ডিজিটাল পেমেন্ট পরিষেবার লঞ্চের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

   

Now UPI service will start simultaneously in Sri Lanka and Mauritius

মিলবে সুবিধা: এমতাবস্থায়, মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে,” এই প্রবর্তনটি শ্রীলঙ্কা এবং মরিশাস ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের পাশাপাশি ভারতে ভ্রমণকারী মরিশিয়ান নাগরিকদের জন্য UPI সেটেলমেন্ট পরিষেবাগুলির প্রাপ্যতা উপলব্ধ করবে।” পাশাপাশি, আরও জানানো হয়েছে যে “মরিশাসে RuPay কার্ড পরিষেবার সম্প্রসারণ মরিশাসের ব্যাঙ্কগুলিকে RuPay পদ্ধতির ওপর ভিত্তি করে কার্ড ইস্যু করতে সক্ষম করবে এবং ভারত ও মরিশাস উভয় ক্ষেত্রেই সেটেলমেন্টের জন্য RuPay কার্ডের ব্যবহার সহজ করবে।”

আরও পড়ুন: ৪০ দিনে প্রতিদিন এত টাকা করে কমেছে দাম! এই কারণে সোনার দরে হচ্ছে ক্রমাগত পতন

মন্ত্রক আরও উল্লেখ করেছে যে, সাম্প্রতিক সময়ে ভারত ফিনটেক উদ্ভাবন এবং ডিজিটাল পাবলিক পরিকাঠামোতে অগ্রণী ভূমিকা পালন করছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে, “প্রধানমন্ত্রী পার্টনার দেশগুলির সাথে আমাদের উন্নয়ন অভিজ্ঞতা এবং উদ্ভাবন ভাগ করে নেওয়ার ওপর ভালোভাবে জোর দিয়েছেন।”

আরও পড়ুন: “এটা ব্যবসা নয়”, প্রধানমন্ত্রীর প্রশংসা করা স্টার্টআপকে বেমালুম “রিজেক্ট” করলেন আমন, অবাক করবে কারণ

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, “শ্রীলঙ্কা এবং মরিশাসের সাথে ভারতের শক্তিশালী সাংস্কৃতিক এবং জনগণের সাথে জনগণের সংযোগের পরিপ্রেক্ষিতে, এই লঞ্চটি দ্রুত এবং নির্বিঘ্ন ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতার মাধ্যমে আরও বিপুল মানুষকে উপকৃত করবে এবং দেশগুলির মধ্যে ডিজিটাল সংযোগ বাড়াবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর