বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে WhatsApp ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়াই মুশকিল। কর্মক্ষেত্রের বিভিন্ন কাজ থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রেও এই প্ল্যাটফর্মের জুড়ি মেলা ভার। মূলত, WhatsApp মারফত মেসেজ করার পাশাপাশি ছবি, ভিডিও, অডিও ফাইল ছাড়াও ডকুমেন্টও আদানপ্রদান করা যায়। তবে, এবার ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে WhatsApp।
জানা গিয়েছে, এতদিন পর্যন্ত এখান থেকে অন্যদের মেসেজ পাঠানো যেত। তবে, এবার নিজেকেই মেসেজ করতে পারবেন ব্যবহারকারীরা। হ্যাঁ, শুনে অবাক হয়ে গেলেও এবার এই নতুন ফিচার উপলব্ধ করছে WhatsApp। ইতিমধ্যেই “Message Yourself”-নামের নতুন এই ফিচার রোলআউটও শুরু করা হয়েছে WhatsApp-এর তরফে। এমতাবস্থায়, এই ফিচারের একাধিক সুবিধা লাভ করতে পারবেন ব্যবহারকারীরা।
মূলত, এর মাধ্যমে নিজেকে মেসেজ করার চ্যাটবক্সটিকেই ব্যক্তিগত নোট হিসাবে ব্যবহার করা যাবে। যার ফলে একজন ব্যবহারকারী নিজেকে নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন। অর্থাৎ, এর মাধ্যমে ব্যবহারকারীরা সম্পূর্ণ নিজেদের জন্য মেসেজের একটি বিকল্প পাবেন।
সর্বোপরি, মেসেজের এই মাধ্যমটিও থাকবে এনক্রিপটেড। অর্থাৎ, আপনার ব্যক্তিগত ওই মেসেজ আপনি ছাড়া আর কেউ দেখে নিতেও পারবেনা। সুতরাং, নিঃসন্দেহে এটি বেশ সুরক্ষিত। এছাড়াও, এর ফলে নোটস বানিয়ে, সেটি পরে WhatsApp ওয়েবের মাধ্যমে অন্য ডিভাইসে অ্যাকসেসও করতে পারবেন ব্যবহারকারীরা।
কিভাবে ব্যবহার করবেন এটি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “Message Yourself” ফিচারটি ব্যবহার করা অত্যন্ত সহজ। প্রথমে WhatsApp খুললেই যেখানে কনট্যাক্ট অপশন আসে, তার একেবারে প্রথমেই আপনার নম্বরটি আসবে। তাতে ক্লিক করে চ্যাটবক্সে মেসেজিং শুরু করা যাবে। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, অ্যান্ড্রয়েড এবং আইফোন, উভয়ক্ষেত্রেই এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই WhatsApp-এ একের পর এক নতুন ফিচার চালু করা হয়েছে। যার মধ্যে রয়েছে ভিডিও কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হওয়ার মত ফিচার। এছাড়াও ইন-চ্যাট পোল ফিচার চালু হওয়ার পাশাপাশি বর্তমানে WhatsApp-এর একটি গ্রুপে ১,০২৪ জন যুক্ত হতে পারেন।