‘আমি বেঁচে থাকতে বাংলায় NRC-NPR হতে দেব না’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

বাংলা হান্ট ডেস্ক: এনআরসি ও এনপিআর নিয়ে ফের একবার কেন্দ্রীয় বিজেপি সরকারকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banarjee)। মঙ্গলবার রানিগঞ্জে এক সরকারি অনুষ্ঠানে এসে মমতার ঘোষণা, তাঁর দেহে প্রাণ থাকতে তিনি বাংলায় এনআরসি ও এনপিআর লাগু করতে দেবেণ না। পাশাপাশি, বাংলায় সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে চাইছে বিজেপি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি ওই অনুষ্ঠানে বলেন, ‘বিজেপি বলছে বাংলায় নাকি এনআরসি ও এনপিআর লাগু করা হবে। নাগরিকত্ব প্রমাণ করতে ওরা আপনার ঠাকুরদার বার্থ সার্টিফিকেট চাইবে। আমি তো জানি না আমার মা কবে জন্মেছিলেন। আগেকার দিনে বাড়িতেই বাচ্চা জন্মাত। তাই কোনও সার্টিফিকেট ছিল না। বাংলায় যারা থাকেন তারা সকলেই বাঙালি ও নাগরিক। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি আর এনপিআর লাগু হতে দেব না।’

তিনি আরও বলেন, ‘ওরা সব বেসরকারি করে দিতে চায়। ইসিএল বিক্রি করে দিলে সেই শ্রমিকদের কী হবে? রেল বিক্রি করে দিলে সাধারণ মানুষের কী হবে? আমি যে চিত্তরঞ্জনকে [চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস] বাঁচিয়েছিলাম, সেটাও বেঁচে দেবে। সেখানেই তো কদিন আগে ১৮০ কিমি বেগের রেল ইঞ্জিন তৈরি হয়েছে।’

যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা দিয়েছে বিজেপিও। বঙ্গ বিজেপির সহ সভাপতি রীতেশ তেওয়ারি বলেন, ‘উনি আজকাল খালি মিথ্যা ভাষণ দিচ্ছেন। এখন তো বিজেপির কোনও নেতা এনআরসি বা এনপিআর নিয়ে কিছু বলেনি। আসলে ওই এলাকায় অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। তাই ওদের ভুল বোঝাতেই এনআরসি আর এনপিআর এর কথা বলছেন। আসলে উনি বুঝে গিয়েছেন যে আমরাই ক্ষমতায় আসছি। সেই কারণেই উনি উল্টোপাল্টা বলছেন।’

সম্পর্কিত খবর