বাংলা হান্ট ডেস্ক: এতদিন ধরে এতো টাকা খরচ করে হলো কি? শেষমেষ যদি বাতিল হয়ে যায়, তাহলে এতদিন ধরে কাদের টাকা খরচ করল কেন্দ্রীয় সরকার? ৬ বছর ধরে অশেষ পরিশ্রম, হেনস্থা, বেশ কিছু মানুষের মৃত্যু, ১৬০০ কোটি টাকা খরচ। সবশেষে বাতিল হতে চলেছে অসমের এনআরসি তালিকা। গতকাল বৃহস্পতিবার রাজ্যসভায় এই ইঙ্গিতই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান গোটা দেশের সাথে সাথে অসমেও নতুন করে এনআরসি হবে।
উল্লেখ্য, রাজ্যসভায় গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআরসি নিয়ে নিজের বক্তব্য রাখেন। তারপরে মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ কে তীব্র আক্রমণ করে বলেন, ‘এই রাজ্যে এনআরসি হবেনা, একটা লোককেও রাজ্য থেকে আমরা বিতাড়িত করতে দেব না, এনআরসি নিয়ে কেউ কেউ মিথ্যাচার ছড়িয়ে বেড়াচ্ছে, মনে রাখবেন বাইরের কারোর কথায় বিশ্বাস করবেন না।’
উল্লেখ্য, রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এদিন এনআরসি নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেন। সাংসদদের প্রশ্নের জবা দিয়ে অমিত শাহ বলেন, NRC এর জন্য কোন ধর্ম বিশেষ মানুষদের ভয় পেতে হবেনা। বড় ঘোষণা করে অমিত শাহ বলেন, NRC এর মাধ্যমে নাগরিকদের পরিচয় সুনিশ্চিত করা হবে, আর NRC গোটা দেশে লাগু হবে।
উনি ধর্মের ভিত্তিতে NRC তে বৈষম্যের কথা অস্বীকার করেন। উনি বলেন, এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের নাগরিকদের NRC লিস্টে যুক্ত করা হবে। NRC তে এমন কোন নিয়ম নেই যে, এর মাধ্যমে কোন ধর্ম বিশেষ মানুষদের এই সূচিতে যুক্ত করা হবেনা। অমিত শাহ বলেন, সমস্ত নাগরিক তাঁদের ধর্ম যাই হোক না কেন, NRC লিস্টে যুক্ত হতে পারবেন। NRC একটি আলাদা প্রক্রিয়া আর নাগরিক সংশোধন বিল আলাদা প্রক্রিয়া। এই দুটি জিনিষকে একসাথে না দেখা মঙ্গল।
সৈয়দ নাসির হুসেইনের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন হিন্দু, বৌদ্ধ, শিখ জৈন, ইসাই, পারসি শর্ণার্থীদের নাগরিকতা দেওয়া হবে। এর জন্য সিটিজেন অ্যামেডমেন্ট বিল আলাদা একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে এই ধর্মাবল্মবি মানুষদের নাগরিকতা দেওয়া হবে। এরা পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে শুধুমাত্র ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসে মাথা গুঁজেছে।