বাংলা হান্ট ডেস্কঃ NRC নিয়ে তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরি করছে৷পথে-ঘাটে রাস্তায় বাজারে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে৷
NRCতে কোন হিন্দুকে এদেশ থেকে তাড়ানো হবে না, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ৷তিনি পরিস্কার ভাবে জানালেন বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিমদের এ দেশ থেকে তাড়ানো হবে৷যারা বাংলাদেশ থেকে এপারে এসে দেশের আইন-শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে৷ সন্ত্রাস করছে, তাদেরকে খুঁজে বার করা হবে৷
এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগকারী বিজেপি নেতা মুকুল রায়। তিনি দাবি করেন, পৃথিবীর অনেক দেশেই এনআরসি রয়েছে। বীরভূমের নানুরে মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গে এনআরসির আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করানো হবে।
মুকুল রায় ফের একবার এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি প্রশ্ন করেন, বিষয়টি নিয়ে কেন এত অশান্তি হচ্ছে তিনি বুঝতে পারছেন না। বিশ্বের অনেক দেশেই এনআরসি রয়েছে বলে দাবি করেন মুকুল রায়। নানুরে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আগে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানো হবে। এরপরেই তৈরি করা হবে নাগরিকপঞ্জী।
বৃহস্পতিবার এনআরসির বিরোধিতায় সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ২ কোটি কেন, বাংলায় ২ জনের গায়ে হাত দিয়ে দেখাক বিজেপি। তিনি বেঁচে থাকতে এমন ঘটনা ঘটতে দেবেন না। সাফ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।