বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর পরিস্থিতি নিয়ে একসময় মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দলগুলো। 370 এবং 35 এ ধারা বিলোপ এরপর থেকে চক্ষুশূল হয়েছে বর্তমান কেন্দ্র সরকার। দেশের বিরোধী দলগুলোর নয় পাকিস্তানের ও তাতে খুব গায়ে লেগেছে কারণ তাদের স্বার্থসিদ্ধির মসলা টা যেন গায়েব হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন এখানে নয় যার জন্য বাংলাদেশের সাথে ভারতের কথা বলতে হচ্ছে উচ্চ স্তরে। বারবার প্রসঙ্গ টা কি? প্রসঙ্গ টা হচ্ছে এন আর সি। আসামের এনআরসি নিয়ে প্রাথমিক তালিকা বেরোনোর পর তেমন শোরগোল হয়নি। কিন্তু শেষ তালিকা প্রকাশের পর থেকেই যেন হিন্দু-মুসলিম অন্যান্য ধর্মগুলি নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হচ্ছে? এখানে বিরোধী দলগুলো তাদের জায়গা করে নিয়েছে অনায়াসে।
বর্তমান কেন্দ্র সরকারের বসে থাকেনি। তারা পথে নেমেছে এর মধ্যেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না।তাছাড়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করেছে রাজ্য। কারণ ধর্মের ভিত্তিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল লাগু করতে চাইছে কেন্দ্র। রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি ফের স্পষ্ট করে দিয়েছেন রাজ্যে এনআরসি হবে না। এবার দেখার বিষয় হচ্ছে এনআরসি হয় কি না? কিন্তু তার মাঝে গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে যাবে। এই নিয়ে রাজনীতি পারদ চড়চড়িয়ে বাড়বে। কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় দীলিপ ঘোষ থেকে আরম্ভ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সুর চড়াবে আরো।