বাংলা হান্ট ডেস্ক: রাজ্য জুড়ে চলছে NRC আতঙ্ক। এর প্রভাবে অনেকেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সম্প্রতি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ময়নাগুড়ির বড় কামাত এলাকার বাসিন্দা অন্নদা রায়ের সঙ্গে। কয়েকদিন আগে আত্মহত্যার পথ বেছে নেন অন্নদা। তার পরিবার দাবি জানিয়েছে যে NRC আতঙ্কেই এই বীভৎস ঘটনা ঘটিয়েছেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাস আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান। এমনকি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
শুধু তাই নয়, আজ অন্নদার বাড়ি গিয়ে তাঁর বাবা অমূল্য রায় ও মা মায়া রায়ের সঙ্গে কথা বলেন অরূপ। তাদেরকে তিনি আশ্বাস দিয়ে জানান, এই ঘটনার জন্য রাজ্য সরকার 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। এরপর সেখান থেকে ভোটপট্টি দুর্গাবাড়িতে মৃত অন্নদার স্মরণে আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দেন তিনি। এদিন শুধু মন্ত্রী অরূপ বিশ্বাস নয় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি কিষান কল্যাণী, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি সহ অন্যরা।
প্রতিবাদ সভায় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন অরূপ বিশ্বাস, তিনি বলেন, “যতদিন বাংলায় মমতা ব্যানার্জি আছেন ততদিন বাংলায় NRC হবে না।” পাশাপাশি BJP-কে কটাক্ষ করে বলেন, “মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে। হিন্দুদের হয়ে কথা বলেছিল অথচ অসমের NRC থেকে বহু হিন্দুর নাম বাদ গেছে।”
সম্প্রতি রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কে রাজ্যে দেউচা পাঁচামি কয়লাখনির উদ্বোধনে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা পর্ব চলার পর মমতা বেরিয়ে এসে বলেছিলেন, “NRC অসমের বিষয়।”
দিল্লি সফরে গিয়ে শুধু প্রধানমন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে কোনরকম কথা হয়নি বৈঠকে। অসমে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলা, হিন্দিভাষী ও গোর্খারা। ভারতীয়দের যেন সুযোগ দেওয়া হয়।”
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, ”এনআরসি-র জন্য বলতে গেলাম। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে পড়ে। তাই বলে এলাম দিল্লি গিয়ে।” অন্যদিকে বাংলায় ভোটার তালিকায় নাম তোলা ও ডিজিটাল রেশন কার্ড নিয়ে গুজব ছড়িয়েছে সর্বত্র। এই প্রসঙ্গে সকলকে আশ্বাস দিয়েছেন মমতা যে যে যে বাংলায় কোনওভাবেই এনআরসি চালু হবে না।