NRS কান্ডের প্রতিবাদ এবার বিদেশেও, ঘটনার তীব্র নিন্দা করল World Medical Association

 

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও বাকি রাখে নি কলকাতার নীলরতন হাসপাতালে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপরে হামলার ঘটনার নিন্দা করতে। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের এই ঘটনার রেশ। এবার World Medical Association বা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন নিন্দায় সরব হল NRS এ জুনিয়র ডাক্তারদের উপরে হামলার প্রতিবাদে।

 

টোকিওয় বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভা থেকে প্রেসিডেন্ট ইলেক্ট ও সাধারণ সম্পাদক কড়া নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপর হওয়া হামলার প্রতিবাদে।

42d29 img 20190614 wa0028

WMI সভাপতি বলেন,’বিশ্বজুড়ে হিংসার প্রবণতা রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে। এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। ভারতে সম্প্রতি যা ঘটেছে, তা কাম্য নয়। আমরা সমর্থন করছি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে’।


সম্পর্কিত খবর