‘রাজস্থান আসল পুরুষের রাজ্য তাই ধর্ষণে ১ নম্বর’, বিধানসভা দাঁড়িয়ে বললেন কংগ্রেসের মন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : রাজস্থান পুরুষদের রাজ্য। সেই কারণেই রাজস্থান ধর্ষণে দেশে এক নম্বর! বিধানসভায় বসে এহেন চাঞ্চল্যকর দাবি করতে দেখা গেল কংগ্রেসের এক মন্ত্রীকে। তাঁর এহেন মন্তব্যে কার্যতই নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে।

বুধবার রাজস্থান বিধানসভায় অধিবেশন চলাকালীন এই মন্তব্য করতে শোনা যায় অশোক গেহলট মন্ত্রীসভার সদস্য শান্তি ধারিওয়ালকে। তিনি ভাষণ দিতে দিতে বলেন৷ ‘ধর্ষণে আমরা এক নম্বর। এই ব্যাপারে কোনও সন্দেহই নেই। আমরা ধর্ষণে এক নম্বর কারণ রাজস্থান আসল পুরুষদের রাজ্য।’

ওই ঘটনাটির ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন বিজেপি জনৈক মুখপাত্র। সেখানে এই ভিডিওটিতে করা মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি। এটিই কংগ্রেসের সংস্কৃতি বলে দেগে প্রিয়াঙ্কা গান্ধীকেও এক হাত নিয়েছেন তিনি। এই চরম অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন জাতীয় মহিলা কমিশনের সভাপতি রেখা ভরদ্বাজ। তাঁর দাবি, এই মন্তব্যের মাধ্যকে ধর্ষণের মতন ঘৃণ্য অপরাধকে স্বীকৃতি দিতে চাইছেন ওই মন্ত্রী। সেটিকে ‘ গ্লোরিফাই’ করা হচ্ছে।

ক্যালেন্ডারে আন্তজার্তিক নারী দিবস পেরিয়েছে মাত্র দিন দুয়েক আগে। সেদিন নারীদের সম্মানে চারিদিকে প্রচার, অনুষ্ঠান। সমানাধিকার নিয়ে কতই না ভাষণ বক্তৃতা। কিন্তু তার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উঠে এল এহেন গহীন অন্ধকার এক ছবি। যেখানে দেশের দায়িত্বপ্রাপ্ত এক মন্ত্রী ধর্ষণের মতন ঘৃণ্য অপরাধকে নিয়ে গর্ব বোধ করেন। যেখানে একটি গোটা রাজ্যকে ‘পুরুষদের রাজ্য’ বলে জাতির রন্ধ্রে রন্ধ্রে নারীবিদ্বেষ ছড়ানো হয়। ধর্ষণকে যেখানে পুরুষের গৌরবের স্বীকৃতি দেওয়া হয়।
একজন নির্বাচিত জনপ্রতিনিধির এহেন মন্তব্যে ধিক্কার দেশ জুড়ে। ওই মন্ত্রীর ক্ষমা চাওয়ার পাশাপাশি পদত্যাগের দাবিও উঠছে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর