বাংলা হান্ট ডেস্কঃ হজরত মহম্মদকে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশই তলানিতে গিয়ে ঠেকছে। আগেই কাতার এই প্রসঙ্গে ভারতীয় দূতকে ডেকে পাঠায় আর এবার তাকে তলব করল ইরান, কুয়েত এবং সৌদি আরবের মতন দেশগুলি। এমনকি সূত্রের খবর, সম্প্রতি দোহা ভারত সরকারকে ক্ষমা চাওয়ার জন্য বার্তা পর্যন্ত পাঠিয়েছে।
উল্লেখ্য, এইসকল বিতর্ক শুরু হয় হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার একটি মন্তব্যের জেরে। যদিও তার এই মন্তব্যের পরে বিতর্ক দানা বাঁধতে থাকে আর সেই সময় কেন্দ্র সরকার দ্বারা নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং বিজেপি জানায়, “আমরা এহেন মন্তব্যের সঙ্গে সহমত নই।” তবে ভারতের শাসক দলের কড়া পদক্ষেপ সত্বেও বর্তমানে ভারতের ওপর ক্রমশ চাপ বাড়িয়ে চলেছে ইরান এবং সৌদি আরবের মতন দেশগুলি।
সূত্রের খবর, গতকাল ভারতীয় রাষ্ট্রদূত দ্বারা দাবি করা হয়, “সম্প্রতি নূপুর শর্মা দ্বারা যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, তার সঙ্গে ভারত সরকার সহমত নয়। এটা যে কোন একটি প্রান্তের মনোভাব হলেও সরকার এহেন মতাদর্শ মানে না। তাই যারা এই বিতর্কিত মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার।” তবে ভারতীয় রাষ্ট্রদূতের এহেন মন্তব্য সত্বেও কমেনি বিতর্ক। এরপর কাতার এবং কুয়েতের পক্ষ থেকে ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বার্তা দেওয়া হয়।
সম্প্রতি, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করতে গিয়ে তিনি এক বিতর্কিত বক্তব্য পেশ করেন। আর তারপর থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে। পরবর্তীতে, ভারত সরকারের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং নূপুর শর্মা নিজেও সকলের কাছে ক্ষমা চান। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে ভারতের ওপর এই সংক্রান্ত বিষয়ে চাপ বাড়িয়ে চলেছে তাতে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, সেটাই দেখার।