স্বামী নেই তো কী! কৌশানির জন্মদিনে ‘সামে সামে’তে নেচে রাত জমালেন নুসরত-শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee) ও নুসরত জাহান (Nusrat Jahan)। একই ইন্ডাস্ট্রির সহকর্মী হওয়ার পাশাপাশি দুজনের মধ‍্যে আরো একটি বিষয়ে মিল রয়েছে। দুজনেই বিবাহ বিচ্ছিন্না। শ্রাবন্তী তিন তিন বার, আর নুসরত একবার। এখন অবশ‍্য সঙ্গী যশ দাশগুপ্ত ও ছেলে ঈশানকে নিয়ে সুখেই সংসার করছেন নুসরত। অন‍্যদিকে শ্রাবন্তীর সঙ্গেও চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সম্পর্কের গুঞ্জন উঠে আসছে।

এই দুই জুটিই সম্প্রতি আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ‍্যায়ের (Koushani Mukherjee) জন্মদিনের পার্টিতে। প্রেমিকার জন্মদিন উপলক্ষে বাড়ির ছাদে জমকালো পার্টির আয়োজন করেছিলেন বনি সেনগুপ্ত। অতিথিদের তালিকায় যশ নুসরত, শ্রাবন্তী অভিরূপ ছাড়াও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, তৃষাণজিৎ চট্টোপাধ‍্যায়, নীল রায়, ফলক রশিদ রায়, সোহম চক্রবর্তী প্রমুখ।

srabanti chatterjee
সেই পার্টির অন্দরেরই কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তার মধ‍্যে একটি ভিডিওতে ‘পুষ্পা’র সুপার ডুপার হিট ‘সামে সামে’ গানে নাচতে দেখা গিয়েছে কৌশানি, নুসরত ও শ্রাবন্তীকে। গোলাপি অফ শোল্ডার শর্ট ড্রেসে সেজেছিলেন নুসরত। সাদা হাতা কালো পোশাক পরেছিলেন শ্রাবন্তী। আর জিওমেট্রিক প্রিন্টের থাই হাই স্লিট গাউনে সেজেছিলেন বার্থডে গার্ল কৌশানি।

IMG 20220520 153314
তিনিই হাত ধরে টেনে আনেন দুই টলি ডিভাকে। তারপর গানের তালে ট্রেন্ডিং স্টেপ নকল করে নাচেন তিনজন। ভিডিও দেখে জনৈক নেটনাগরিক বনিকে সাবধান করে লিখেছেন, কৌশানিকে নজরে নজরে রাখতে। কার কার সঙ্গে মিশছেন তিনি! এমনকি যে বছরে মায়ের মৃত‍্যুর মতো একটা মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হয়েছে কৌশানিকে সেবারেই এমন ঘটা করে জন্মদিন তিনি নাই করতে পারতেন, এমন মন্তব‍্যও এসেছে।

https://www.instagram.com/reel/Cdsv5s0hSW-/?igshid=YmMyMTA2M2Y=

তবে শুধু জমকালো পার্টি নয়। জন্মদিনের আগের দিন দূর্গাবাড়িতে দু হাজার লোক খাইয়েছেন অভিনেত্রী। ফুল দিয়ে সাজিয়েছেন গোটা মন্দির, প্রতিমা। দেবী মায়ের আশীর্বাদ নিয়েই নতুন ইনিংস শুরু করতে চলেছেন বনি কৌশানি।

Niranjana Nag

সম্পর্কিত খবর