বন‍্যদের সঙ্গে ‘এনকাউন্টার’ যশ-নুসরতের! ‘বাঘটাকে দেখেই মনে হচ্ছে চরম অপমানিত’, মশকরা নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় মন টেকে না নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তর (Yash Dasgupta)। কর্মসূত্রে শহরে থাকতে হলেও দুদিন পরেই পালাই পালাই ভাব থাকে তাঁদের। ঘুরতে ভালবাসেন দুজনেই। কাশ্মীর থেকে গোয়া, ব‍্যাঙ্কক থেকে থাইল‍্যান্ড টইটই করে ঘুরেই চলেছেন যশরত। দুজনে মিলে ‘ট্রাভেল গোলস’ দিয়ে চলেছেন অনুরাগীদের।

এই মুহূর্তে থাইল‍্যান্ডে ঘুরছেন যশ নুসরত। বেশ কিছুদিন আগেই তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়েছেন দুজনে। কোথাও ঘুরতে গেলেই সোশ‍্যাল মিডিয়ায় মনে করে ছবি, ভিডিও শেয়ার করেন যশ নুসরত। থাইল‍্যান্ডে পৌঁছে ইস্তক একের পর এক বিকিনি শুট করে চলেছেন অভিনেত্রী। তাই নিয়েই গত কয়েকদিন ধরে সরগরম সোশ‍্যাল মিডিয়া।


এবার নেটনাগরিকদের জন‍্য আরো একটি চমক নিয়ে হাজির তারকা জুটি। বন‍্যপশুদের সঙ্গে ‘এনকাউন্টার’ এর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দুজনে। কখনো বাঘের গায়ে হাত বোলাতে দেখা গিয়েছে যশকে, আবার কখনো চিতার পিঠে হাত রেখে ভিক্টরি সাইন দেখিয়েছেন নুসরত। বাঘের পেছনে দাঁড়িয়ে থাবার পোজও দেখিয়েছেন অভিনেত্রী। কখনো আবার চেপে বসেছেন হাতির পিঠে।

নুসরতের কথায়, এগুলো ‘বন্ধুত্বপূর্ণ এনকাউন্টার’। এদিন যশ নুসরত দুজনকেই ফের দেখা গিয়েছে রঙমিলান্তি সাজে। বন‍্যদের মাঝে মুখের ভয়ের বদলে স্বভাব বিরুদ্ধে ঝকঝকে হাসিও উপহার দিয়েছেন যশ। কিন্তু নেটনাগরিকরা রসিকতা করতে ছাড়েনি এখানেও। কেউ লিখেছেন, দুজনেরই পুষ্টির অভাব। আবার কারোর বক্তব‍্য, বাঘটাকে দেখেই মনে হচ্ছে চরম অপমানিত বোধ করছে।

হাতির পিঠে চড়ার জন‍্যও সমালোচিত হয়েছেন যশ নুসরত। অভিনেত্রী মধুমিতা সরকারের ফ‍্যানপেজের তরফে কটাক্ষ উড়ে এসেছে জুটিকে লক্ষ‍্য করে। কিন্তু কোনো ট্রোল, সমালোচনাতেই কান দেওয়ার পক্ষপাতী নন যশরত। প্রকৃতির মাঝে নিজেদের সঙ্গ উপভোগ করতেই ব‍্যস্ত তাঁরা।

https://www.instagram.com/p/CiJ-i8-rRJE/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, আগামীতে একসঙ্গে একটি বাংলা ছবিতে দেখা যাবে যশ নুসরতকে। ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’। এছাড়া দুজনেই বলিউড পাড়ি দেবেন বলেও শোনা যাচ্ছে। যশ যাচ্ছেন অভিনয় করতে আর নুসরত পা রাখতে পারেন সলমন খানের ‘বিগ বস’এ।

সম্পর্কিত খবর

X