বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের পূর্বে তাসের ঘরের মত দলের ভাঙ্গন দেখে এবার মুখ খুললেন নুসরত জাহান (nusrat jahan)। টলিউডের অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান নাম না করেই এদিন আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari)।
দুদিনের বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের মধ্যে প্রথম দিন শুক্রবারে মেদিনীপুরের সভায় ঘটে গেল বহু প্রতীক্ষিত এক ঘটনা। ধাপে ধাপে তৃণমূলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে এদিন অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীসহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব।
মেদিনীপুরের সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নাম না করেই ‘তোলাবাজ ভাইপো হঠাও’ স্লোগান তুলেছিলেন। এদিন তার পাল্টা দিয়ে নাম না করেই শুভেন্দুকে আক্রমণ করে নুসরত বললেন, ‘যে কোন দলেই নতুন প্রজন্ম নতুন কৌশল আনেন এবং আর অন্যদিকে প্রবীণ নেতারা দেন অভিজ্ঞতা। এভাবেই দলের ভারসাম্য বজায় থাকে। দলের পিকে কে নিয়ে সমস্যা হচ্ছে। সমস্যা দেখতে গেলে ১০০০ টা বেরোবে, তবে ইচ্ছা থাকলেই কিন্তু সব সমস্যার সমাধান পাওয়া যায়। তবে যাদের পিকে কে নিয়ে সমস্যা হচ্ছে, তারা কি জানেন না পিকে একজন পেশাদার ভোটকুশলী’।
নির্বাচনের পূর্বে যতই ঝড় ঝাপটা আসুক না কেন বাংলার মানুষের উপর আস্থা রেখে নুসরত বললেন, ‘বাংলার মানুষের কাছে একটাই মুখ আছে, যিনি সিপিএমের হাত থেকে বাংলাকে বাঁচিয়েছেন, দাঙ্গাবাজদের থেকেও বাঁচিয়ে বাংলাকে নতুন উচ্চতার মাত্রায় নিয়ে গিয়েছেন, আর এখন কৃষকদের জন্য লড়ছেন- তিনি মমতা ব্যানার্জী। বাংলার মানুষ দিদিকে চেনে এবং জানেও’।
সেইসঙ্গে তিনি আরও বললেন, ‘যারা রাতারাতি রাজনৈতিক আদর্শ পালটে ফেলেন, তাদের কিন্তু মানুষের কাছে জবাব দিতে হবে। ৫- ১০ বছর মন্ত্রী বিধায়কের আসনে থেকে নির্বাচনের ৪ মাস আগে কি সব স্বাধীনতা চলে গেল? কোন ঝড় বা বড় সমস্যার আভাস পেয়ে রাতারাতি দল বদল করার মানুষ আমি নই। মমতা ব্যানার্জীর নেতৃত্বে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করতে আমার কোন সমস্যা নেই’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার