মা হিসাবে প্রথম জন্মদিন, যশ-ঈশানকে সঙ্গে নিয়েই মধ‍্যরাতে কেক কেটে সেলিব্রেশন নুসরতের

বাংলাহান্ট ডেস্ক: শনিবার, ৮ জানুয়ারি নুসরত জাহানের (nusrat jahan) জন্মদিন। আরো এক বছর বয়স বাড়ল তাঁর। তাতে অবশ‍্য খুব একটা মন খারাপ নেই সাংসদ অভিনেত্রীর। কারণ মা হিসাবেও এটা তাঁর প্রথম জন্মদিন। গত বছর সেপ্টেম্বরে নুসরতের কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান, ঈশান। জন্ম হয় এক মায়েরও। এ বছরের জন্মদিন তাই নুসরতের কাছে অনেকটাই স্পেশ‍্যাল। ছেলেকে নিয়ে প্রথম জন্মদিন যে!

রাত বারোটা বাজতে না বাজতেই সোশ‍্যাল মিডিয়ায় ‘স্ত্রী’র সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান যশ দাশগুপ্ত (yash dasgupta)। গোয়া ট্রিপের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। পালটা ধন‍্যবাদ জানিয়েছেন নুসরতও। সঙ্গে ভালবাসা জাহির করে একগুচ্ছ হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

Screenshot 2022 01 08 10 45 09 570 com.instagram.android
বরাবরের মতোই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নুসরতের এক সময়কার ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী। দুজনের একসঙ্গে তোলা কয়েকটি ছবির কোলাজ বানিয়ে তিনি লিখেছেন, ‘তোমার জন‍্য অনেক আনন্দ ও প্রাচুর্য প্রার্থনা করি। শুভ জন্মদিন।’ ধন‍্যবাদ দিতে ভোলেননি নুসরত। কিন্তু এই শুভেচ্ছা বিনিময়ের মধ‍্যে আগের সেই উচ্ছ্বাস, উষ্ণতার অনেকটাই যেন অমিল।

Screenshot 2022 01 08 11 19 18 601 com.instagram.android
মধ‍্যরাতেই কেক কেটে শুরু হয়ে গিয়েছে নুসরতের জন্মদিন সেলিব্রেশন। সাদা দু তলা কেক আনা হয়েছিল। কেকের সামনে ফন্ড‍্যান্ট দিয়ে তৈরি সন্তান কোলে এক মায়ের ফিগার। তার পিঠের দুদিকে আবার পরীর মতো দুটি ডানা। নুসরতের কথা মাথায় রেখেই যে এই কেক বানানো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

https://www.instagram.com/p/CYcOqfAB4gQ/?utm_medium=copy_link

মোযবাতির আলোয় উজ্জ্বল হয়ে কেকের সামনে বসে ছবি তুলেছেন নুসরত। সঙ্গে ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘এক বছর বয়স বাড়ায় এত ধন‌্য কখনো হইনি। কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ নুসরতের পোস্টে উপচে পড়েছে শুভেচ্ছা ও ভালবাসা। অনুরাগীরা সকলেই প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

গত বছরটা বেশ টানমাটাল অবস্থয় কেটেছে নুসরতের। বিয়ে, বিচ্ছেদ, সম্পর্কের বিতর্কে জেরবার হয়েছিলেন তিনি। তবে ২০২১ তাঁকে জীবনের সেরা উপহারটাও দিয়েছে। মা হয়েছেন নুসরত। এটাই তাঁর সবথেকে সাহসী সিদ্ধান্ত বলেও মনে করেন অভিনেত্রী সাংসদ। এখন আর লুকোছাপা নয়। প্রকাশ‍্যেই যশকে নিজের ‘স্বামী’ বলে মেনে নিয়েছেন নুসরত।

Niranjana Nag

সম্পর্কিত খবর