ট্র‍্যাডিশনাল ‘গ্ল‍্যাম’ লুকে মোহময়ী নুসরত, বাদামি চোখের চাহনিতে ঘুম কাড়লেন নেটজনতার, ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিজের অভিনয় কেরিয়ার, রাজনীতির মঞ্চ দুই মিলিয়ে বেশ ব‍্যস্ত রয়েছেন তৃণমূলের (tmc) অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি ‘ডিকশনারি’। পাশাপাশি ক্রমশ এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের দিনও। তবে দুটোই বেশ ব‍্যালেন্স করে চলতে শিখে গিয়েছেন তিনি।

বিরোধীদের উদ্দেশে টুইটারে যেমন খোঁচা দিতে ছাড়ছেন না, তেমনি রূপোলি পর্দার জগতের সঙ্গেও চলছেন তাল মিলিয়ে। এর মাঝেই নিত‍্য নতুন ফটোশুট করে চলেছেন নুসরত। কয়েকটি নতুন ছবিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

সম্পূর্ণ ট্র‍্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন নুসরত। পিচ রঙা মিরর ওয়ার্কের ছোট্ট চোলি ও হাতে একগাছা রূপোলি চুড়ি। খোলা চুলে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন অভিনেত্রী। পরপর তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। ট্র‍্যাডিশনাল লুকে নুসরতকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও।

https://www.instagram.com/p/CK8hUueH0mT/?igshid=1jqmlf8v2cr86

তবে নিজের কাজের কথাও কিন্তু ভোলেননি নুসরত। আগামী ছবি ‘ডিকশনারি’তে তাঁর চরিত্র ‘স্মিতা’র কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। এখানে তাঁর লুক এক্কেবারে আলাদা। সম্পূর্ণ ঘরোয়া মেয়ের রূপ ফুটে উঠেছে স্মিতার মধ‍্যে। লাল, সবুজ, কমলা রঙের শাড়ি, একঢাল খোলা চুল, হালকা মেকআপে দেখা গিয়েছে নুসরত ওরফে স্মিতাকে।

https://www.instagram.com/p/CK8qrASlvwv/?igshid=i61bpp705ztd

ছবিতে নুসরতের চরিত্রের নাম স্মিতা স‍্যান‍্যাল। তাঁর স্বামী অশোক পেশায় পুরুলিয়া বন বিভাগের আধিকারিক। স্বামী ও মেয়ে চানুর সঙ্গে সরকারি বাংলায় থাকেন স্মিতা। স্বভাবে বহির্মুখী ও উদাসীন। এমনটাই নিজের চরিত্রের সম্পর্কে জানিয়েছেন নুসরত।

https://www.instagram.com/p/CK0VQ0nFweJ/?igshid=4zmrqa7ocrvt

প্রসঙ্গত, দীর্ঘ নয় বছর পর এই ডিকশনারি ছবি দিয়েই ফের পরিচালনায় ফিরছেন ব্রাত‍্য বসু। বুদ্ধদেব গুহর ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ ছোট গল্পের কাহিনি অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি। চলতি বছরের জানুয়ারিতেই জানা গিয়েছিল ব্রাত‍্য বসুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন নুসরত।

সাংসদ অভিনেত্রী ছাড়াও এই ছবিতে মুখ‍্য ভূমিকায় দেখা যাবে আবির চ‍্যাটার্জি ও পরমব্রত চট্টোপাধ‍্যায়কে। আবিরকে দেখা যাবে নুসরতের স্বামীর চরিত্রে।

X