মণ্ডপে ঢাকের তালে মেতে ওঠেন সাংসদ অভিনেত্রী নুসরত

বাংলা হান্ট ডেস্ক: মা দুর্গা সকলের আর মার আরাধনায়ে মেতে ওঠে সকলেই। দুর্গাপুজো জমিয়ে উদযাপন করেছেন প্রায় টলিগঞ্জের সমস্ত তারকারাই। আর তাই বিয়ের পর প্রথম পুজোর আনন্দ থেকে নিজেকে দূরে রাখেননি নুসরত জাহাঁ। মণ্ডপে ঢাকের তালে নাচতে দেখা যায় তাকে। আবার কাঠি হাতে তাকে ঢাক বাজাতেও দেখা যায়। পূজোর মাঝে ও পুজো মণ্ডপে নুসরতের সেই মুহূর্ত গুলির নানান ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে।

https://www.instagram.com/p/B3Rspz7lMOw/?utm_source=ig_web_copy_link

অষ্টমীর দিন স্বামী নিখিল জৈনের সঙ্গে সুরুচি সঙ্ঘের পুজোয় হাজির হয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত। সেখানে অরূপ বিশ্বাসের সঙ্গে মিলে ঢাক বাজাতে দেখা যায় নুসরতকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ায় ভাইরাল হয় ঢাকের তালে নুসরতের জমিয়ে নাচের ভিডিয়ো। যেখানে হলুদ পাড় লাল শাড়ি পরেই নাচতে দেখা যাচ্ছে সাংসদ অভিনেত্রীকে। উল্টোদিকে আবার তখন ঢাক বাজাচ্ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও নুসরতের স্বামী নিখিল।

https://www.instagram.com/p/B3RRKF5HiS_/?utm_source=ig_web_copy_link

অষ্টমীর দিন নুসরত-নিখিলের সঙ্গে সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়কেও। প্রসঙ্গত খুব শীঘ্রই জিৎ-এর প্রযোজনা সংস্থার ছবি ‘অসুর’এ দেখা যাবে নুসরতকে। বিয়ের পর এটাই হতে চলেছে তাঁর প্রথম ছবি।

সম্পর্কিত খবর