বাংলাহান্ট ডেস্ক : গত বছর পুজোর বাজার মাতিয়েছিল ‘ডাকাতিয়া বাঁশি’। নিউ মার্কেটে কৌশানী মুখোপাধ্যায়ের নাচ মনে রেখে দিয়েছেন অনেকেই। বছর ঘোরার পর ফিরে এল খানিকটা একই রকম চিত্র। বদল শুধু গান এবং নায়িকায়। এবারের পুজোর ছবিগুলির মধ্যে অন্যতম ‘রক্তবীজ ২’। সেই ছবিরই আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’এ চুটিয়ে নেচে নিউ মার্কেট চত্বর মাতিয়ে দিলেন নুসরত জাহান (Nusrat Jahan)।
নিউ মার্কেট চত্বরে আইটেম গানে নাচলেন নুসরত (Nusrat Jahan)
পুজোর এক মাস বাকি থাকতে নিউ মার্কেটে উপচে পড়া ভিড় ক্রেতাদের। দাম নিয়ে দরাদরির মাঝেই হঠাৎ থমকে দাঁড়ালেন ক্রেতা বিক্রেতারা। কারণ চোখের সামনে তখন এসে দাঁড়িয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। কোনও ঝাঁ চকচকে পাঁচতারা হোটেল বা নৈশপার্টি নয়, একহাট লোকের মাঝেই আইটেম গানে কোমর দুলিয়ে নাচলেন নুসরত (Nusrat Jahan)। এত কাছে নায়িকাকে দেখে একই সঙ্গে চমকিত এবং উচ্ছ্বসিত আমজনতা।
কেমন অভিজ্ঞতা নায়িকার: খুশি নুসরত (Nusrat Jahan) নিজেও। তিনি জানান, এমন অভিজ্ঞতা তাঁর প্রথম। আগে কখনও এভাবে নাচেননি সবার মাঝে। তাই খুব উপভোগ করেছেন। পাশাপাশি খোলা জায়গায় হওয়ায় মানুষজনও আনন্দ করেছেন, তাঁর পারফরম্যান্স উপভোগ করেছেন।
আরও পড়ুন : তিন-চার মাসেই শেষ গল্প, TRP ধরতে ব্লকবাস্টার সিরিয়ালের নায়িকা ফিরছে ছোটপর্দায়!
প্রচারেই বিশেষ চমক: বর্তমানে ছবির প্রচারের দিকে আলাদা ভাবে নজর দিচ্ছেন পরিচালক প্রযোজকরা। এর আগেও একই পদ্ধতিতে প্রচার করেছে উইন্ডোজ প্রোডাকশন। ‘বহুরূপী’ ছবির মুক্তির আগে ডাকাতিয়া বাঁশিতে নেচে নিউ মার্কেট চত্বরে ঝড় তুলেছিলেন কৌশানী। গত বার পুজোয় ব্লকবাস্টার হিট হয়েছিল ছবি এবং গানটি।
আরও পড়ুন : আন্ডারওয়াটার মেট্রো-বুলেট ট্রেনের পর গণপরিবহণে রোপওয়ে! বিদেশ নয়, প্রথম চালু হচ্ছে ভারতের এই শহরেই
এবার অর্ডার ছাড়া বর্ডার ক্রসও ভালোই সাড়া পাচ্ছে দর্শক এবং শ্রোতাদের থেকে। গানের সঙ্গে সঙ্গে নুসরতের লাস্যভরা নাচ প্রশংসিত হচ্ছে। আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে রক্তবীজ ২। মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীদের।