হরিপদ ব‍্যান্ডওয়ালা, কেলোর কীর্তি করেই বাংলা সিনেমায় অবদান, রাজ‍্যের তরফে মহানায়ক সম্মান পেলেন নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এসএসসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। বেকায়দায় পড়েছে তৃণমূল সরকার। কিন্তু সোমবারের পরিস্থিতিতে কোনো আঁচই পড়ল না সে বিতর্কের। সরকারের তরফে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান প্রদান অনুষ্ঠানে দেখা গেল তারকাদের ঢল। ‘মহানায়ক’ সম্মান পেলেন নুসরত জাহান (Nusrat Jahan)।

নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল সম্মান প্রদান অনুষ্ঠনের। বঙ্গভূষণ সম্মান প্রাপকদের তালিকা উল্লেখযোগ‍্য নাম দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলা চলচ্চিত্রে অনবদ‍্য অবদানের জন‍্য এই বিশেষ সম্মান পেয়েছেন সুপারস্টার দেব। আগের বারে ঋতুপর্ণা পেয়েছিলেন ‘মহানায়ক’ সম্মান। এবারে তাঁকে বঙ্গভূষণ সম্মান দেওয়া হয়েছে।


বঙ্গভূষণ প্রাপকদের তলিকায় এই দুজন ছাড়াও নাম রয়েছে ইন্দ্রানী হালদার, জিৎ গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায়,  লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তীর মতো তারকারা। বঙ্গবিভূষণ পেয়েছেন কুমার শানু, দেবশঙ্কর হালদার, অভিজিৎ ভট্টাচার্য, দেবজ‍্যোতি বসু।

বঙ্ঙ্গবিভূষণ পেয়েছেন তবলা বাদক অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়। তবে এবারের বড় চমক মহানায়ক সম্মানের জন‍্য নুসরত জাহানের নাম। বাংলা সিনেমাকে সার্বিকভাবে সমৃদ্ধ করার জন‍্য এই সম্মান পেয়েছেন নুসরত। এছাড়াও মহানায়ক সম্মান পেয়েছেন সোহম চক্রবর্তী।

মুখ‍্যমন্ত্রী এদিন বলেন সোহম একজন ‘জাত অভিনেতা’। কারণ তিনি অনেক ছোট বয়স থেকে অভিনয় করছেন। পাশাপাশি ইন্দ্রাণী হালদার এবং ঋতুপর্ণা সেনগুপ্তর দীর্ঘ অভিনয় জীবনের কথাও তুলে ধরেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মহানায়ক সম্মানে ভূষিত হওয়ার পর মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জানিয়েছেন নুসরত জাহান। যদিও বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। মহানায়ক সম্মান পাওয়ার মতো কোন অবদান রয়েছে নুসরতের? প্রশ্ন তুলেছেন তাঁরা।

X