সরকারি নথিতে নুসরত জাহান ‘বিবাহিতা’, সাংসদ অভিনেত্রীর দাবি নিয়ে শুরু বিতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিখিল জৈনের (nikhil jain) সঙ্গে তাঁর নাকি বিয়েই হয়নি, সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন তুঙ্গে ওঠার পর অবশেষে মুখ খুলে এমন বিষ্ফোরক মন্তব‍্যই করেছেন নুসরত জাহান (nusrat jahan)। নিখিলের সঙ্গে তাঁর বিয়েটা নাকি বৈধ নয়, এমনটাই দাবি সাংসদ অভিনেত্রীর। তাই যে বিয়ের অস্তিত্বই নেই তার আবার কিসের বিচ্ছেদ? প্রশ্ন নুসরতের।

এদিকে সরকারি নথি কিন্তু বলছে অন‍্য কথা। পশ্চিমবঙ্গ থেকে জয়ী তৃণমূল সাংসদদের তালিকায় নুসরত জাহানের সম্পর্কে তথ‍্যে স্পষ্ট লেখা রয়েছে তিনি বিবাহিতা। স্বামীর নাম নিখিল জৈন এবং বিয়ের তারিখ ২০১৯ এর ১৯ জুন। উল্লেখ‍্য, সংসদকে যে তথ‍্য দেওয়া হয় সেটাই দেখা যায় লোকসভা ওয়েবসাইটে। সেক্ষেত্রে নুসরতের দাবি অনুযায়ী যদি বিয়েটা অবৈধই হয় তবে সংসদকে ভুল তথ‍্য কেন দিলেন নুসরত? উঠছে প্রশ্ন।

এদিন এক বিবৃতি জারি করে নুসরত বলেছেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি‌, বিয়ে নয়। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’ তুরস্কে গিয়ে রাজকীয় ব‍্যবস্থাপনায় ‘ড্রিম ওয়েডিং’ করেছিলেন নুসরত নিখিল। কিন্তু দু বছর পর নুসরত দাবি করলেন সেই বিয়ে নাকি মিথ‍্যে। যে পদ্ধতিতে তাঁরা বিয়ে করেছিলেন তা সেই দেশে অবৈধ তো বটেই, উপরন্তু ভারতীয় আইনে হিন্দু মুসলিম বিয়ের যে বিশেষ আইন রয়েছে তাও মানা হয়নি তাঁদের বিয়েতে। ফলে যে বিয়েটাই হয়নি তার আবার কিসের বিচ্ছেদ?

অপরদিকে এরই মাঝে জানা গিয়েছে নুসরতের সঙ্গে বিচ্ছেদের প্রথম পদক্ষেপটা নিয়েই নিয়েছেন নিখিল। তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। তাই অ্যানালমেন্ট করেই আলাদা হবেন তাঁরা। আনন্দবাজার ডিজিটালকে নিখিল জানান, তিনি যেদিন প্রথম জানতে পারেন নুসরত আর তাঁর সঙ্গে থাকতে চান না। সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল। আগামী জুলাইতে এই মামলার শুনানি।

X