সবথেকে কাছের মানুষ, যশের নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখলেন নুসরত!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনেক বাধা বিপত্তি, সমালোচনা পেরিয়ে সুস্থভাবে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার এবং যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে কঠিন সময়ে অনেকেই হাত ছেড়ে গিয়েছিলেন নুসরতের। এমনকি ‘বোনুয়া’ মিমি চক্রবর্তীর সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতির গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় শুধু যশকেই সর্বক্ষণ পাশে পেয়েছিলেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, তাই যশের নামের সঙ্গে মিলিয়েই নিজের ছেলের নাম রেখেছেন নুসরত। খবর, অভিনেত্রী ছেলের নাম রেখেছেন ঈশান (Yishaan)। নামের আদ‍্যক্ষর ‘Y’ হওয়ায় এমনটাই মনে করছেন সকলে। উল্লেখ‍্য, সন্তান জন্মের সময় ওটিতেও নাকি নুসরতের পাশে ছিলেন যশ।


নুসরত নাকি তাঁর চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন সন্তান জন্মের সময় যশ যেন তাঁর পাশে উপস্থিত থাকতে পারেন। সেই মতো বুধবার রাতে যশকে সঙ্গে নিয়েই হাসপাতালে গিয়েছিলেন নুসরত‍। যাওয়ার সময় একবার অভিনেতার নিজের বাড়িও ঘুরে যান তাঁরা। সি সেকশনের মাধ‍্যমে সুস্থ ভাবেই সন্তানের জন্ম দেন নুসরত।

তবে এখনো সন্তানের পিতৃ পরিচয় সামনে আনেননি নুসরত। সুখবর পাওয়ার পরেই সংবাদ মাধ‍্যমকে বিবৃতিতে যশ জানান মা ও সদ‍্যোজাত দুজনেই ভাল আছে। নুসরত মা হতে যেন অনেকটা নরম হয়েছেন নিখিল জৈনও। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ওর সঙ্গে আমার মতের অমিল থাকতেই পারে। কিন্তু এই সময় সেটা গুরুত্ব পায় না। নবজাতক সুস্থ থাকুক এটাই কামনা করি। মা ও সুস্থ থাকুক।” তবে তাঁর সঙ্গে আর নুসরতের কোনো সম্পর্ক নেই। তাই সদ‍্যোজাতকে তিনি দেখতে যাবেন না বলেই জানিয়েছেন।

সম্পর্কিত খবর

X