সহবাস সঙ্গী নাকি স্বামী? যশের সঙ্গে সম্পর্কটা ঠিক কী? উত্তর দিলেন নুসরত

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের সবথেকে চর্চিত জুটি নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্ত (yash dasgupta)। প্রায় দেড় বছর ধরে দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে নেটপাড়ায়। শুরুটা হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায় দুজনের খুনসুটি ও প্রেমের আভাস থেকে। তার মাস কয়েক পরেই জানা যায় নুসরত সন্তানসম্ভবা। বলা বাহুল‍্য, সন্তানের বাবা হিসাবে উঠে এসেছিল যশের নামই।

সন্তান জন্মের পর জানা যায়, নেটনাগরিকদের সন্দেহটাই সত‍্যি। এখন অবশ‍্য আর রাখঢাক, লুকোচুরির ধার ধারেন না নুসরত যশ। সম্প্রতি নিজের ইউটিউব শোতেও তাঁরা স্বীকার করেছেন যে যশের আহ্বানেই তাঁর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

bbvbvb 3
যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখন অনেকটা সহজ ছিলেন নুসরত স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে যতটুকু বলার ততটুকুই তিনি বলবেন। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, যশের সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কী বা তাঁদের আদৌ বিয়ে হয়েছে কিনা তা নিয়ে অনেকের অনেক কৌতূহল। কিন্তু সেসবের উত্তর দিতে বাধ‍্য নন তিনি।

এদিকে উইকিপিডিয়ায় যশের পরিচয় দেওয়া রয়েছে, তিনি নুসরতের ‘ডোমেস্টিক পার্টনার’। যদিও অভিনেত্রীর বক্তব‍্য, এই ধরনের শব্দ তিনি এই প্রথম শুনলেন তিনি। এর মানেও জানেন না। কিন্তু এসবে তিনি বা যশ কেউই পাত্তা দেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন নুসরত।

অপর একটি সাক্ষাৎকারে সাংসদ অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যশের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন কিনা তিনি। নুসরত সপাটে উত্তর দেন, “না কেন করব? আমরা একটা পরিবার। বিয়ের ব‍্যাপারে যাওয়ারই দরকার নেই। কীকরে জানলেন যে আমি বিবাহিত নই?”

গত বছরই নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’ ভেঙেছেন নুসরত। তার আগেই অবশ‍্য যশের জন্মদিনের কেকে তাঁকে সেরা ‘স্বামী’ বলে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। ছোট্ট ঈশান ও যশকে নিয়েই এখন সুখের সংসার নুসরতের‌। বিতর্ক নিয়ে আর মাথা ঘামাতে চান না তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর