বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই বিরিয়ানি রান্না করা শিখিয়েছিলেন নুসরত (nusrat jahan)। তারপর নিয়ে এলেন বিহারি চিকেনের রেসিপি (chicken recipe)। আর এবারে নুসরতকে দেখা গেল এক্কেবারে ভিন্ন রূপে। লকডাউনে গৃহবন্দি হয়েই নায়িকার মতো করে সাজলেন তিনি। আর সেই সব ছবি শেয়ার করলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।
ছবিতে দেখা যাচ্ছে আয়নার সামনে বসে আছেন অভিনেত্রী। পরনে কালো পোশাক, সঙ্গে মানানসই মেকআপ। এই লুকেই বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি। কিন্তু হঠাৎ বাড়ি বসে সাজতে গেলেন কেন নুসরত? আর সেজেছেনই বা কার জন্য। উত্তরটা নিজেই দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কাউকে খুশি করার জন্য সাজা নয়, নিজের প্রতিবিম্বের দিকে নিজে তাকিয়ে থাকার জন্যই সাজুন।’ ইতিমধ্যেই ৭০ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে নুসরতের ছবিতে।
সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এখন বহু রাজ্যই ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াচ্ছে লকডাউনের মেয়াদ। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব্যতিক্রম নন তারকারাও। বলিউড থেকে টলিউড সব তারকারাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাদ যাননি নুসরতও। মানুষকে সতর্ক করার পাশাপাশি বাড়িতে বসে থাকার সময়টা পুরোপুরি উপভোগ করছেন অভিনেত্রী। স্বামী নিখিল জৈনের সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন তিনি
https://www.instagram.com/p/B-zXUgrHFd7/?igshid=ueb4xxsy2jq4
বাড়িতে থাকার জন্য নিজের ইনস্টা হ্যান্ডেলে প্রায় সারাক্ষণই সক্রিয় রয়েছেন নুসরত। কখনও নিখিলের সঙ্গে ছবি বা ভিডিও পোস্ট করছেন, কখনও বা রান্না শেখাচ্ছেন। কিছুদিন আগেই বিরিয়ানি রান্না করা শিখিয়েছিলেন নুসরত।
তবে শুধু যে এভাবেই সময় কাটাচ্ছেন নুসরত তা কিন্তু নয়। সম্প্রতি চেতলা বাজারে দেখা মিলেছিল তাঁর। নিজের বাড়ির জিনিসপত্র কেনার পাশাপাশি মানুষকে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার পাঠও দিয়েছিলেন নুসরত জাহান।