বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই নতুন ছবির শুটিংয়ে লন্ডন উড়ে গিয়েছেন নুসরত জাহান (nusrat jahan)। লকডাউনের পর এই প্রথম দেশের বাইরে পা রাখলেন সাংসদ অভিনেত্রী। স্বস্তিক সংকেত ছবির শুটিংয়ে লন্ডন উড়ে গিয়েছেন তিনি।
এবার লন্ডনে পৌঁছে একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের (tmc) এই সাংসদ অভিনেত্রী। লেদার জ্যাকেট ও টাইট টপে ক্যামেরা বন্দি হয়েছেন নুসরত। খোলা চুল তাঁর রূপ আরো মোহময়ী করে তুলেছে। মাস্ক ছাড়াই লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল অভিনেত্রীকে। শুটিংয়ে ফিরে যেন সত্যিই হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি।
লকডাউন শিথিল হতেই আগামী ছবির শুটিংয়ের জন্য লন্ডন উড়ে যান তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। রবিবার কলকাতা বিমান বন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন তিনি। সেখানেই নুসরতের এয়ারপোর্ট লুক দেখে চোখ কপালে ওঠে নেটিজেনদের।
নীল রঙের প্যান্ট ও ও একই রঙের শার্ট পরে এদিন ক্যামেরাবন্দি হন নুসরত। সঙ্গে ছিল কালো বুট জুতো ও হলুদ রঙের ব্যাগ। মুখে ছিল NJ লেখা মাস্ক। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার চিক্কি গোয়েনকা এই বিশেষ আউটফিটটি ডিজাইন করেছেন অভিনেত্রীর জন্য।
প্রসঙ্গত, ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে উড়ে গিয়েছেন সাংসদ অভিনেত্রী। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। নুসরত ছাড়াও ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। এই প্রথম গৌরবের সঙ্গে জুটি বাঁধছেন নুসরত।