বাংলাহান্ট ডেস্ক: বাংলায় করোনার কেস নিয়ে মিথ্যে রটনা রটাচ্ছেন অমিত মালব্য (Amit malavya)। বৃহস্পতিবার এমনটাই দাবি করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। তাঁর নিজের পার্টি বিজেপির সদস্যরাই তাঁর বক্তব্যকে স্বীকার করেন না, নিজেকে হাসির পাত্রে পরিণত করেছেন, এভাবেই বিজেপির আইটি সেলের প্রধানকে তীব্র কটাক্ষ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তাঁকে ‘ট্রোল ইন চিফ’ আখ্যাও দিয়েছেন অভিনেত্রী।
টুইটারে মাঝে মধ্যেই বিরোধী দলের নেতা মন্ত্রীদের কটাক্ষ করে টুইট বাণ নিক্ষেপ করতে দেখা যায় কেন্দ্রীয় শাসক দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। এর কারণে আগেও বহু জলঘোলা হয়েছে। সোনিয়া ও রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে মালব্যর বিতর্কিত টুইটের জন্য আদালত পর্যন্তও যেতে হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। কিন্তু এই বিষয়ে তাঁর কোনও ভূমিকা নেই বলে সে যাত্রা অব্যাহতি পান তিনি।
নাড্ডার এই বক্তব্যকেই হাতিয়ার করে অমিত মালব্যকে একহাত নেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। টুইটে তীব্র ভাষায় বিজেপির আইটি প্রধানকে আক্রমণ করেছেন তিনি। নুসরত লেখেন, নিজের পার্টির সদস্যরাই তাঁকে অস্বীকার করেছেন। অর্থাৎ বাংলার করোনা পরিস্থিতি নিয়ে তাঁর সব পোস্টই ভিত্তিহীন, গুজব রটানোর কৌশল। পাশাপাশি অমিত মালব্যকে তিনি করুনা করেন বলেও কটাক্ষ করেন নুসরত।
বাংলার করোনা পরিস্থিতি নিয়ে চাপান উতোর লেগেই রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। কেউই কাউকে পাল্টা দেওয়ার সুযোগ ছাড়তে রাজি নয়। এমতাবস্থায় নুসরতের এই টুইট সেই বিতর্কের আগুনে আরেকটু ঘৃতাহুতি দিল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
Mr. Troll in Chief @amitmalviya gets disowned by his own party! So basically all his posts about the #COVID_19 situation in WB were musings of a twisted mind, desperate to rise up the ladder by making wild claims. You’ve been labelled a fringe element by your own party! Pity you! pic.twitter.com/9SrmSTBdvs
— Nussrat Jahan (@nusratchirps) May 7, 2020
প্রসঙ্গত, সম্প্রতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ঘিরে বেশ কিছু বিতর্কিত টুইট করেন অমিত মালব্য। তাঁর ওই পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। তারই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন জনৈক কংগ্রেস কর্মী। অমিত মালব্য বিজেপির আইটি সেলের প্রধান হওয়ায় এই মামলায় জড়িয়ে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
এই মামলা থেকে অব্যাহতি পেতে তিনি পাল্টা রাজস্থান হাইকোর্টে আপিল করেন। আদালতে তিনি সাফ জানান, অমিত মালব্যর করা টুইটের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। আইটি প্রধানের বক্তব্যকে সমর্থন করেনা বলেও কোর্টকে জানান নাড্ডা।
এই ঘটনার পর মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও তর্ক বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে।