‘নিজের চরিত্রটাও ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করুন’, নতুন বিজ্ঞাপন নিয়ে কুৎসিত ট্রোল নুসরতকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার পরেও ট্রোলের ফাঁড়া কাটছে না নুসরত জাহানের (nusrat jahan)। ব‍্যক্তিগত জীবন নিয়ে তো উঠতে বসতে সমালোচিত হতে হয় সাংসদ অভিনেত্রীকে। এবার পেশাগত জীবনেও কুৎসিত ট্রোলের সম্মুখীন হলেন তিনি। উঠল তাঁর চরিত্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্নও।

সম্প্রতি একটি বিজ্ঞাপনের ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নুসরত। একটি ডিটারজেন্ট প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। তবে মা হওয়ার পরে নয়, সম্ভবত সন্তান জন্মের আগেই এই বিজ্ঞাপনটি শুট করেছিলেন নুসরত। গত জুন মাসেই কয়েকটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টের এবং এই বিজ্ঞাপনের পোশাক একই।


তবে বিজ্ঞাপনে নুসরতের বেবি বাম্প তেমন স্পষ্ট নয়। কিন্তু যে বিষয়টি বেশি নজর কাড়ছে তা হল নুসরতের বিপরীতে থাকা অভিনেতা। না, তিনি যশ দাশগুপ্ত নন। বরং অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রাজা গোস্বামী। সেই বিজ্ঞাপনের ভিডিওটিই নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নুসরত।

https://www.instagram.com/p/CQiGfPSHhwG/?utm_medium=copy_link

 

এদিকে পোস্টের কমেন্ট বক্স ট্রোলে ছয়লাপ। একজনের কটাক্ষ, ‘নিজের চরিত্রটাও একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন, আশা করি পরিস্কার হবে।’ আবার আরেকজন পরামর্শ দিয়েছেন, এখন যেন যশকে ধোঁকা না দেন নুসরত। কারোর বিদ্রূপ, সাংসদ হয়ে এই সব বিজ্ঞাপন করছেন! তবে কারোর কথায় পাত্তা দিতে রাজি নন নুসরত। তিনি আছেন নিজের মতো।

https://www.instagram.com/p/CUKEq4YFyN0/?utm_medium=copy_link

মা হওয়ার পরপরই ফিরেছেন কাজে। যশের সঙ্গে প্রথম ফটোশুট করেছেন নুসরত। নিজেদের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যশরত। আলাদা আলাদা ভাবে ছবি পোস্ট করলেও ট‍্যাগের তালিকা থেকেই বেশ বোঝা যাচ্ছে একই পাঁচতারা হোটেলে একই টিমের সঙ্গে শুট করেছেন তাঁরা। দুজনেই পরনেই টুইনিং করে নীল পোশাক। কাজের পাশাপাশি ছেলে ঈশানের দায়িত্বও সামলাচ্ছেন নুসরত।

সম্পর্কিত খবর

X