সাংসদ হয়ে এই পোশাকের ছিরি! ‘ক্লিভেজ’ দেখিয়ে ফটোশুট করে ট্রোলড নুসরত জাহান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা ভোটের (election) আগে যখন টলিউডে রাজনৈতিক দলবদলের পালা শুরু হয়েছে তখন তৃণমূলের (tmc) হয়েই বিজেপির (bjp) বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। প্রায়দিনই বিরোধী গেরুয়া পার্টির উদ্দেশে একের প‍র এক তোপ দাগতে দেখা যায় তৃণমূলের এই অভিনেত্রী সাংসদকে।

তবে শুধু রাজনীতি নয়, সর্বোপরি নুসরত একজন অভিনেত্রীও বটে। রাজনীতির জগতের পাশাপাশি গ্ল‍্যামার জগতটাও দারুন ভাবে সামলাচ্ছেন তিনি। আসন্ন নির্বাচনী প্রচারের সঙ্গে সঙ্গে ফটোশুটও চলছে পাল্লা দিয়ে। আর এই নতুন ফটোশুটগুলি আরো উত্তাপ ছড়াচ্ছে ভোটের বাজারে‌।

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে নুসরতের কয়েকটি ছবিকে ঘিরে। সম্প্রতি একটি ফটোশুট করেন অভিনেত্রী। ছোট্ট হটপ‍্যান্ট, লম্বা শার্ট টপের ফাঁকে উন্মুক্ত গোলাপি অন্তর্বাস, এমনি লুকে ধরা দিয়েছেন নুসরত। আরো কয়েকটি ফটোশুট করেছেন তিনি। লং স্কার্ট ও বুক খোলা জ‍্যাকেটে ক‍্যামেরাবন্দি হয়েছেন নুসরত।

https://www.instagram.com/p/CMmMg_kBS3y/?igshid=g7bzgy6gfeif

ছবিগুলি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার না করলেও নুসরতের ফ‍্যানপেজ থেকে ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ফটোশুটের জন‍্যই নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন অভিনেত্রী। সাংসদ হয়ে এমন পোশাক পরে ফটোশুট করলেন কিভাবে? এমনি প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। এমনকি নুসরতের ফিগার নিয়েও উড়ে এসেছে কটাক্ষ।

https://www.instagram.com/p/CMmzscDhfWV/?igshid=1imsxbhoiewa

সম্প্রতি নন্দীগ্রামে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের চোট পাওয়া নিয়ে গর্জে ওঠেন নুসরত।  টুইট করে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় দিদির উপর এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। ওঁর ক্ষতি করার যতই চেষ্টা করুন না কেন আমাদের দিদি সোজা হয়েই দাঁড়িয়ে থাকবেন। ওঁর দ্রুত আরোগ‍্য কামনা করি।’

সম্পর্কিত খবর

X