বাংলাহান্ট ডেস্ক: জন্মাষ্টমীতে সকাল সকাল চমক। কচুয়ার লোকনাথ মন্দিরে (Loknath Temple) দেখা মিলল সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথের আবির্ভাব দিবস। সেই উপলক্ষে প্রতি বছর প্রচুর ভক্ত সমাগম হয় কচুয়ার মন্দিরে। সমস্ত ব্যবস্থাপনা নিজের চোখে দেখার জন্য এবং বাবা লোকনাথের মাথায় জল ঢালতে এদিন মন্দিরে এসেছিলেন নুসরত।
জন্মাষ্টমীর দিন মাটিয়ার কচুয়াতে বাবা লোকনাথের মন্দিরে এসেছিলেন বসিরহাটের সাংসদ নুসরত। নিজে হাতে বাবার মাথায় জল ঢেলে ধূপ ধুনো দিয়ে পুজো দেন তিনি। এদিন হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা মিলল নুসরতের। পুজোর পর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। কথা বলেন নিরাপত্তার ব্যবস্থাপনা সম্পর্কে।
পূজোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নুসরত। তিনি বলেন, বাবা লোকনাথ সবার মঙ্গল করুন। সবাই যেন সুখে শান্তিতে থাকে এই কামনাই করেন। এদিন পুজো দেওয়ার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। সাংসদ অভিনেত্রী বলেন, এদিন জন্মাষ্টমী উপলক্ষে ১০ লাখেরও বেশি ভক্ত সমাগম হবে কচুয়ার মন্দিরে। সবাই যাতে ভাল ভাবে পুজো দিয়ে বাবাকে দর্শন করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এদিন ভক্তদের নিজ হাতে খিচুড়ি ভোগও বিতরণ করেন নুসরত।
এমন চমক অবশ্য মাঝে মাঝেই দেন অভিনেত্রী সাংসদ। মাস কয়েক আগেই কালী মন্দিরে খিচুড়ি ভোগ রান্নায় হাত লাগিয়েছিলেন তিনি। বসিরহাট উত্তরের খোলাপোতা শ্মশান কালী মন্দিরে গিয়েছিলেন সাংসদ অভিনেত্রী।
খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর এবং গোবিন্দপুরের সংযোগস্থলে রয়েছে এই আধুনিক শ্মশান। এলাকার পাঁচ মুসলিম ভাই শ্মশানে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য নিজেদের জমি দান করে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন।
নুসরত পুজোর উদ্বোধন করে ভোগ রান্নায়ও হাত লাগান। ধর্মের ভেদাভেদ, কট্টরপন্থীদের চোখ রাঙানিকে কোনোদিনই পাত্তা দেননি তিনি। শাড়ির আঁচল কোমরে গুঁজে হাতা নিয়ে নিজেই হাত লাগান ভোগের খিচুড়ি রান্নায়। সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নুসরতকে ‘দশভূজা’র তকমাও দিয়েছিলেন তাঁর অনুরাগীরা।