নুসরাত-নিখিল ইনস্টাগ্রামে পোস্ট করল মধুচন্দ্রিমার ছবি

গত ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ে অভিনেত্রী নুসরাত জাহান ও পাত্র নিখিল জৈনের,তিনি পেশায় ব্যবসায়ী। । তাঁদে বিয়েতে মেহেন্দি, গায়ে হলুদ, হোয়াইট পার্টি সবই হয়েছে। তার সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রিয় বন্ধু মিমি চক্রবর্তী। দেশে ফিরে তারা কলকাতায় গ্র্যান্ড রিসেপশন করেন। সেখানে আবীর চট্টোপাধ্যায় রাইমা সেন এবং অনেকেই এসেছিলেন।তাছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন।

গত লোকসভায় পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে নির্বাচিত হন তিনি। নুসরাত ভীষণ ব্যস্ত তিনি এখন সাংসদ নিয়ে। কখনও শপথ নিতে সংসদে ছুটে যাচ্ছেন, আবার কখনো অন্য ধর্মের পুরষকে বিয়ে করে মাথায় সিঁদূর দিয়ে ফেরায় মুসলিম এই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা হচ্ছে।

এই ব্যস্ততার সরিয়ে তারা দুজনেই মারিশাসে উড়ে গেছেন মধুচন্দ্রিমায়। সেখানের কিছু ছবি ইনস্টাগ্রামে তারা পোস্ট করেছেন এবং সেই পোস্টগুলি এখন সমালোচনার আছে।

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাতের ঘুম জড়ানো মেকাবিহীন পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।

অন্য পোস্টে তার হাতে চুড়ি, গায়ে সাদা-নীলের মিশেলে ফুলহাতা জামা; নুসরাতের হনিমুন স্পেশাল আউটফিট।

IMG 20190804 222807

দুজনের সম্পর্কের রসায়নের ছবিও পোস্ট করেছেন। পেছনে সবুজ পাহাড়ের রাশি। হাতে হাত রেখে তারা দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে। সঙ্গে মরিশাসের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যকেও।

IMG 20190804 222822

রিসেপশনের দিন সন্ধ্যায় নুসরাতের দিকে তাকিয়ে নিখিল বলেছিলেন, ‘ওর দায়িত্ব আমার। ওকে ভাল রাখব সবসময়।’মুচকি হেসে নুসরাতের জবাব ছিল, ‘সারাজীবন একই মানুষের সঙ্গে কাটাতে হবে, বুঝতে পারছেন চাপটা?’

সম্পর্কিত খবর