বাংলাহান্ট ডেস্ক: ফের ভাঙনের ইঙ্গিত টলিউডে (tollywood)। বেশ কিছুদিন ধরেই উলটো সুরে গাইছেন নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈন (nikhil jain)। বিয়ের দেড় বছরের মধ্যেই দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিয়েছে দুজনের। এতদিন নেটদুনিয়ায় এমন গুঞ্জন উঠলেও এবার নিজেই তা স্বীকার করে নিয়েছেন নুসরত।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের সাংসদ অভিনেত্রী জানিয়েছেন, একান্ত ব্যক্তিগত কারণে নিখিল ও তিনি আর এক বাড়িতে থাকছেন না। আলিপুরে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এখন বালিগঞ্জে নিজের বাপের বাড়িতে রয়েছেন নুসরত। তবে কারণটা একেবারেই ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিও নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।
অপরদিকে সম্প্রতি গিয়েছে নুসরতের জন্মদিন। এদিন স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তো দূরের কথা উলটে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নুসরতকে আনফলো করে দিয়েছেন নিখিল। পালটা স্বামীকেও আনফলো করেছেন নুসরত। এদিন নুসরতের জন্মদিনের পার্টিতে দেখাও যায়নি নিখিলকে।
এই ঘটনা ফের মনে করিয়ে দিয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের বিবাদকে। দাম্পত্য কলহের শুরুতেই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছিলেন এই জুটি। আর তারপরের কথা তো সকলেই জানেন। এখন শ্রাবন্তীর সঙ্গে আর যোগাযোগও নেই বলে জানিয়েছেন রোশন। ফের কি সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা যাবে নুসরত নিখিলের জীবনে? আশঙ্কা নেটিজেনের।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত বলেন, “আমার ব্যক্তিগত জীবন জনসাধারণের জন্য নয়। মানুষ সবসময় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এবারে আমি আর কিছু বলব না। আমার কাজ, আমার অভিনয় দিয়ে মানুষ বিচার করুক। আমি ভাল না খারাপ অভিনেত্রী সেটা বলুক। আমার ব্যক্তিগত জীবন আমি কারুর সঙ্গে ভাগ করে নেব না।”
অপরদিকে যাকে নিয়ে এত গুঞ্জন সেই যশ দাশগুপ্তও মুখ খুলেছেন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে। নুসরতের সুরে সুর মিলিয়ে তিনি বলেছেন, প্রতিবছরই রোড ট্রিপে বেরোন তিনি। এবারে রাজস্থান গিয়েছিলেন। অন্য কে সেখানে যাবেন তা তাঁর জানার কথা নয়। নুসরতের বিয়ে ভাঙা নিয়েও তাঁর কোনো ধারনা নেই বলে সাফ জানিয়ে দেন যশ।