ফ্রান্সের শীর্ষস্থানীয় মহামারী বিশেষজ্ঞ অধ্যাপক জাঁ-ফ্রান্সোইয়স জানিয়েছেন মোটা মানুষের ক্ষেত্রে করোনা হওয়ার পপ্রবণতা বেশী ।প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় পাঁচ হাজারের এর বেশী।
অধ্যাপক জাঁ-ফ্রান্সোইস ফ্রান্সের বৈজ্ঞানিক কাউন্সিলের প্রধান এবং করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে পরামর্শ দিচ্ছেন। তিনি বলেছেন যে ফ্রান্সের প্রায় পঁচিশ শতাংশ মানুষ বিপদে পড়েছেন। তিনি আরো বলেন তার মধ্যেই বেশীর ভাগ্য মানুষ খুব মোটা বা তারা কোনো রোগে আক্রান্ত হয়েছিলেন।
এমনকি যারা অল্প বয়েস কিন্তু খুব মোটা বা স্থূল হয় তাদের ক্ষেত্রেও করোনা আক্রমণ হওয়ার আশঙ্কা বেশী। আমেরিকাতে প্রায় ৪২.৪ শতাংশ প্রাপ্তবয়স্কদের স্থূলত্ব রয়েছে। স্থূলতার কারণে তাদের জন্য করোনার ভাইরাস সংক্রমণ আরও বিপজ্জনক প্রমাণিত হবে। প্রফেসর জিন-ফ্রানয়েইস জানিয়েছে করোনা বেশির ভাগ্ ক্ষেত্রে মোটা মানুষের হওয়ার আশঙ্কা দিচ্ছে।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো।আর এখনো চিনে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…