দার্জিলিং অতীত, মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই হিল স্টেশন! গেলে ফিরতে চাইবেন না

বাংলাহান্ট ডেস্ক : আমরা সবাই ঘুরতে যেতে পছন্দ করি। ঘুরতে যাওয়ার জন্য কারোর প্রিয় পাহাড়, আবার কারোর সমুদ্র কিংবা জঙ্গল। আবার পাহাড় প্রেমীরা অনেক সময় বাজেটের কথা ভেবে পিছিয়ে আসেন। কোনও রকমে কয়েক দিনের ছুটি ম্যানেজ করা গেলেও, টাকার কমতির জন্য অনেকেই পাহাড়ে যেতে পারেন না।

কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক পাহাড়ি ডেস্টিনেশন রয়েছে যেখানে গেলে আপনারা অত্যন্ত কম খরচায় ছুটি উপভোগ করতে পারবেন। আজ আমরা এমন একটি পাহাড়ি হোমস্টে সম্পর্কে আলোচনা করতে চলেছি যেখানে কম খরচায় কাটিয়ে আসতে পারবেন কিছুদিন। মনোরম পরিবেশ পাহাড়ের কোলে অবস্থিত একটি হোমস্টে হল চেংগা ফার্ম স্টে।

আরোও পড়ুন : এবার অনলাইনে সস্তায় আটা বিক্রিতে আগ্রহী সরকার! এত কম দামে মিলবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য

শিলিগুড়ি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে পানিঘাটা অঞ্চলের সাইনগরেই রয়েছে চেংগা বস্তি, এখানকার নামেই এই হোমস্টে তৈরি হয়েছে। এই হোমস্টের ম্যানেজার সুনীল মিঞ্জ বলছেন, “এই ফার্মস স্টেটি শিলিগুড়ির খুব কাছেই। শিলিগুড়ি শহর থেকে দুই চাকা বা চার চাকা গাড়িতে সহজেই এখানে পৌঁছানো যাবে। এখানে থাকতে গেলে আগে থেকে বুকিং করে নিতে হবে।”

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! কপাল খুলবে গ্রাহকদের, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক

ক্রমেই পাহাড় প্রেমীদের কাছে এই হোমস্টেটি জনপ্রিয় হয়ে উঠছে। এখানে যে পর্যটকেরা থেকে গেছেন তারা সবাই স্বীকার করেছেন যে এই হোমস্টের ব্যবস্থা সত্যিই অতুলনীয়। আগামী বড়দিন কিংবা নিউ ইয়ারে কম খরচে এই পাহাড়ি হোমস্টেটি আপনার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে। বাঁশ দিয়ে তৈরি সুন্দর কটেজ রয়েছে এই হোমস্টেতে।

এই হোমস্টে থেকে দেখা যায় চারদিকের পাহাড় ও সবুজ প্রকৃতি। এছাড়াও ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে কটেজগুলিতে। পর্যটকদের এখানকার খাওয়া-দাওয়া ও সুন্দর সুইমিং পুল আরো বিমোহিত করবে। সব থেকে অবাক করে দেওয়া কথা হল মাত্র ১৫০০ টাকায় পর্যটকেরা এই সব কিছুর আনন্দ নিতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর