দুর্দান্ত খবর! কপাল খুলবে গ্রাহকদের, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক

বাংলাহান্ট ডেস্ক : ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার পরিবর্তন করল কোটাক মহিন্দ্রা ব্যাংক। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ওপর কার্যকর হবে এই নয়া রেট। এই মুহূর্তে সাধারণ গ্রাহকদের জন্য এই ব্যাংক ২.৭৫% থেকে ৭.২৫% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৩.২৫% থেকে ৭.৭৫% পর্যন্ত সুদের হার অফার করছে।

৭ থেকে ১৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে ব্যাংক দিচ্ছে ৩.২৫% সুদ। ১৫ থেকে ৩০ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা পাবেন ৩.৫০% সুদ। ৩.৭৫%  সুদ দেওয়া হচ্ছে ৩১ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে।৪৬ থেকে ৯০ দিনের জন্য ৪.০০%, ৯১ থেকে ১২০ দিনের জন্য ৪.৫০%, ১২১ থেকে ১৭৯ দিনের জন্য ৪.৭৫% সুদ দিচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাংক।

আরোও পড়ুন : ইন্টারভিউ পাশেই কলকাতা পুরসভায় চাকরি! দেখুন, কোন পদের জন্য কী যোগ্যতার প্রয়োজন

১৮০ দিনের জন্য ৭.৫০%, ১৮১ থেকে ২৬৯ দিনের জন্য ৬.৫০%, ২৭০ দিনের জন্য ৬.৫০% সুদ দিচ্ছে এই ব্যাংক। ৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.০০%, ৩৬৫ থেকে ৩৮৯ দিনের জন্য ৭.৬০% সুদ দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক। ৩৯০ দিনের জন্য ৭.৬৫%, ৩৯১ দিন থেকে ২৩ মাসের জন্য ৭.৭০%, ২৩ মাসের জন্য সুদের হার ৭.৮০%।

The shares of this bank have benefited the investors

এছাড়াও, ২৩ মাস ১ দিন থেকে ২ বছরের জন্য ৭.৮০%,  ২ বছর থেকে ৩ বছরের জন্য ৭.৬৫%, ৪ বছরের বেশি এবং ৫ বছরের কম দিনের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.০০% থেকে বাড়িয়ে ৭.৬০% করা হয়েছে। ৫ বছরের বেশি এবং ১০ বছরের কম দিনের জন্য ৬.৭০% সুদ প্রদান করছে এই ব্যাংক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর