কমে এসেছে টিউমার, এই সপ্তাহেই জটিল সার্জারি, ক‍্যানসারের বিরুদ্ধে ঐন্দ্রিলার লড়াইয়ের সঙ্গী সব‍্যসাচী

বাংলাহান্ট ডেস্ক: গত ফেব্রুয়ারিতে জানতে পেরেছিলেন শরীরে ক‍্যানসারের (cancer) অস্তিত্বের কথা। তারপর থেকেই দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (oindrila sharma)। একবার কেমোথেরাপি নিয়েই হাসিমুখে ফিরেছেন শুটিং সেটে। জীবনের লড়াইয়ে জিতবেনই, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ময়দানে নেমেছেন অভিনেত্রী। আর এই পু্রো সময়টা তাঁর পাশে থেকে প্রতি মুহূর্তে সাহস যুগিয়ে গিয়েছেন বন্ধু তথা প্রেমিক সব‍্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)।

ঐন্দ্রিলার লড়াই শক্তি দিয়েছে বহু মানুষকে। তাঁকে কুর্নিশ জানিয়েছে সবাই। তেমনি অভিনেত্রীর খোঁজ নিতে সব‍্যসাচীকে প্রশ্ন করেছেন তাঁর অনুরাগীরা। এদিন সকলের উদ্দেশে ঐন্দ্রিলার খবর জানালেন তিনি। অসীম সাহসী ‘স্পার্টান’ যোদ্ধার সঙ্গে ঐন্দ্রিলার তুলনা করেছেন সব‍্যসাচী।

FB IMG 1621958438937
তিনি লেখেন, ‘গত কয়েক মাসে অজস্র মানুষ আমার কাছে জানতে চেয়েছে ঐন্দ্রিলার কথা, ওর অনুমতি নিয়ে তাদের জন্যে লিখলাম। ১৩cms X ১১cms X ৯cms পারলে একবার স্কেল দিয়ে মেপে দেখো। এই মাপের একটা মাংসপিন্ড পাঁজরের ভেতর নিয়ে ফেব্রুয়ারী অবধি চুটিয়ে অভিনয় করেছে, ফাটিয়ে ঝগড়া করেছে, রীতিমতন দাপিয়ে বেরিয়েছে স্কুটি চালিয়ে।  পাশে থেকেও একটিবারের জন্যে বুঝতেও পারিনি।

গত চার মাস কেমোথেরাপি চলার পর টিউমারটা প্রায় অর্ধেক আয়তনে নেমে এসেছে। ওষুধ এবং খাদ্যের নিয়মানুবর্তিতা আর ওর শৃঙ্খলাবোধ থেকেই তা সম্ভবপর হয়েছে। এই সপ্তাহে ওর সার্জারি হবে এবং ডাক্তারের কথায় তা যথেষ্ট সঙ্কটজনক‌। আজ অবধি আমি ওকে অবসাদে ভুগতে দেখিনি, দাঁতে দাঁত চিপে সব কষ্ট সহ্য করতে দেখেছি। যদি আগের ছবিগুলো দেখে থাকো, তাহলেই দেখবে সব ছবিতেই ওর হাসিটা অটুট থাকে।’

এর আগেও ক‍্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে ‘টেন্টস’ নামক এক বিরল ক‍্যানসারে আক্রান্ত হন তিনি। দেড় বছর ধরে চলে ক‍্যানসারের বিরূদ্ধে তাঁর লড়াই। নিতে হয় ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশন।

তবে আগেও হাল ছাড়েননি অভিনেত্রী। তাঁর মতে, ক‍্যানসার হওয়া মানেই আর বাঁচবে না এই ধারনাটাই ভুল। ক‍্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে তিনি অভিনয় জগতে ফিরেছেন। এবারে সব‍্যসাচীকে পাশে পেয়েছেন ঐন্দ্রিলা। সম্প্রতি একটি পুরনো ভিডিও শেয়র করে তাতে সব‍্যসাচীকে ট‍্যাগ করেছেন অভিনেত্রী। সেই ভিডিওটি আবার শেয়ার করে সব‍্যসাচী লিখেছেন, ‘তখনি বুঝতে পারিনি, এরকমই থেকো’।


Niranjana Nag

সম্পর্কিত খবর