DA-র পর বার্ধক্য ভাতা নিয়ে সুখবর, বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

   

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম হল বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme)। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে।

পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য সরকারের (Government Of West Bengal) এই ভাতা বর্তমানে বাংলার ২০ লাখ ১৫ হাজার মানুষ পেয়ে থাকেন। তবে এবার এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সূত্রের খবর অনুযায়ী, আরও ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার।

বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে। উপভোক্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সরকারি পোর্টালে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে। মাসের শুরুতেই সাধারণত এই টাকা প্রদান করা হয়ে থাকে।

রাজ্যের ৬০ থেকে ৮০ বছর বয়সী বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্রও কিছু অর্থ সাহায্য প্রদান করে থাকে। কেন্দ্রের তরফে ২০০ টাকা দেওয়া হয়। বাকিটা দেয় রাজ্য। এবার সেই প্রকল্পেই বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা। জানা গিয়েছে কেন্দ্রের প্রধান করা অর্থও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার।

mamata nabanna 3

আরও পড়ুন: দিনের পর দিন ‘অত্যাচার’! কী করা হয় লোকো পাইলটদের সাথে? জানালেন রাজধানীর প্রাক্তন চালক

ইতিমধ্যেই কেন্দ্রীয় পোর্টালে উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, রাজ্যের কোষাগাড় থেকে মোট ১৫০ কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য জন্য খরচ করা হয়ে থাকে। এবার সেই প্রকল্পে জুড়ছে আরও ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের নাম। দ্রুত সমস্ত প্রক্রিয়া শেষ করে শীঘ্রই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর