বয়স বাড়লেও জীবন রঙিন, মিয়া খলিফার জন্য করবা চৌথ পালন বৃদ্ধর! নেটিজেনরা বলছেন, ‘জিও দাদু!’

বাংলাহান্ট ডেস্ক : সদ্য করবা চৌথের (Karwa Chauth) রীতি পালনের তিথি গিয়েছে। বিবাহিতা মহিলারা এই তিথিতে স্বামীর মঙ্গল কামনা করে উপবাস রাখেন। ব্রত পালন করে স্বামীর হাত থেকে জল এবং খাবার খেয়ে উপবাস ভঙ্গ করেন তাঁরা। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে করবা চৌথের (Karwa Chauth) ব্রত পালনের হিড়িক দেখা যায় বিবাহিত হিন্দু মহিলাদের মধ্যে। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে এই রীতির যে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

কী এই করবা চৌথের (Karwa Chauth) ব্রত

হিন্দু ধর্মের অন্যতম অন্যতম রীতি করবা চৌথ (Karwa Chauth)। মূলত বিবাহিতা মহিলারাই এই রীতি পালন করে থাকেন। সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যায় চালুনি দিয়ে কৃষ্ণ চতুর্থীর চাঁদ দেখেন মহিলারা। তারপর সেই চালুনি দিয়েই স্বামীর মুখ দেখে জল খেয়ে ব্রত সম্পূর্ণ করেন তাঁরা। এতে স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু হয় বলে মনে করা হয়। কিন্তু এবার করবা চৌথের (Karwa Chauth) এই ব্রত পালন করতে দেখা গেল এক বৃদ্ধকে। কার জন্য ব্রত পালন করলেন তিনি?

আরো পড়ুন : সিরিয়ালের পর এবার বাস্তবে, বিয়ে করছেন অন্বেষা! কাকে মন দিলেন ‘আনন্দী’?

ব্রত পালন করলেন বৃদ্ধ

না, নিজের সহধর্মিনীর জন্য নয়। বরং প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফার জন্য করবা চৌথ (Karwa Chauth) পালন করলেন ওই বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, চালুনির মধ্যে প্রদীপ জ্বালিয়ে এক হাতে তা ধরে চালুনির মধ্যে দিয়ে চাঁদ দেখছেন ওই বৃদ্ধ। তাঁর অপর হাতে ধরা জলের ঘটি।

আরো পড়ুন : সলমনকে খুনের হুমকি, শাহরুখকে বিশেষ সম্বর্ধনা! বিষ্ণোইদের না চটাতেই বন্ধুর সঙ্গে বিশ্বাঘাতকতা কিং খানের?

ভাইরাল হয়েছে ভিডিও

কিন্তু ওই চালুনি অন্যদিকে ঘোরাতেই চমকে ওঠার জোগাড় নেটিজেনদের। অন্যদিকে দেওয়ালে আটকানো মিয়া খলিফার একটি ছবি। চালুনি দিয়ে তারপর মিয়ার ছবিটি দেখতে দেখা যায় ওই বৃদ্ধকে। কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা। উঠেছে হাসির রোল। কয়েকজন করবা চৌথের (Karwa Chauth) মতো পবিত্র রীতির সঙ্গে এমন অশালীন ভিডিও বানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকজন আবার কটাক্ষ করেছেন, বুড়ো বয়সে যত ভীমরতি!

Karwa Chauth

প্রসঙ্গত, করবা চৌথের ব্রত বিভিন্ন সময়ে সিরিয়াল, সিনেমাতেও উঠে এসেছে। এমনকি বর্তমানে বাংলা সিরিয়ালেও করবা চৌথের ট্রেন্ড ঢুকে গিয়েছে। বিবাহিতা বলিউড তারকারাও বছরের এই একটি দিনে নিয়ম রীতি মেনে করবা চৌথের ব্রত পালন করে থাকেন।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর