লভলিনাকে স্বাগত জানাতে খোদ মুখ্যমন্ত্রী গেলেন বিমানবন্দরে, সাজসাজ রব অসমে

বাংলা হান্ট ডেস্কঃ টোকিওতে মেরি কমের স্বপ্নভঙ্গ হলেও দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে গোটা দেশকে পদক জিতে গর্বিত করেছিলেন লাভলিনা বড়গোঁহাই। তার হাত ধরে বক্সিংয়ে মহিলাদের বিভাগে প্রথম ব্রোঞ্জ তুলে নেয় ভারত। চীনা তাইপের চেন-নিন-চিনকে ৪-১ ফলাফলে হারিয়ে এই পদক নিশ্চিত করেছিলেন তিনি। অবশেষে ঘরে ফিরলেন টোকিওর পদকজয়ী লাভলিনা।

তাকে স্বাগত জানাতে আর কোন ত্রুটি রাখেনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোটা অসমকে গর্বিত করা এই কন্যাকে স্বাগত জানাতে নিজেই তিনি পৌঁছে যান গুয়াহাটি বিমানবন্দরে। হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে বরণ করে নেন তিনি। বৃহস্পতিবার নিজেই সেকথা টুইটারে শেয়ার করে হিমন্ত লিখেছেন, “আজ গোয়াহাটি বিমানবন্দরে গর্ব এবং সম্মানের সঙ্গে স্বাগত জানালাম অলিম্পিক মেডেলিস্ট লাভলিনাকে। লাভলিনা লক্ষ-কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন টোকিও অলিম্পিকে এবং সেই সমস্ত গ্রামীণ প্রতিভাদের জন্য তিনি এক দৃষ্টান্ত যারা বিশ্বের মঞ্চে বড় কিছু করে দেখাতে চায়।”

প্রসঙ্গত লাভলিনাকে স্বাগত জানানোর জন্য অসমের বিভিন্ন রাস্তা ইতিমধ্যেই পোস্টার এবং ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। এমনকী তাঁর ছবি দেওয়া কাস্টোমাইজড বাসেরও ব্যবস্থা করা হয়েছিল আজ। সামনে এখনও অনেকটা পথ বাকি লাভলিনার। গোলাঘাট জেলার অখ্যাত বারোমুখিয়া গ্রামের এই মেয়েটি ইতিমধ্যেই পূরণ করেছেন অলিম্পিক পদক জয়ের স্বপ্ন। আগামী দিনে, সোনা জয়ের স্বপ্ন নিয়ে প্যারিস অলিম্পিকেও ঝাঁপাবেন তিনি।

দেশের নানা প্রান্ত থেকেই এখন পদক জয়ীদের সম্মান জানানো হচ্ছে নানাভাবে। ভারতীয় পুরুষ হকি দল, নীরজ, রবি কুমার , বজরং, পিভি সিন্ধু, মীরাবাঈ চানু, লাভলিনা বড়গোঁহাইদের নিয়ে এখন আনন্দে ভাসছে গোটা দেশ। তারই কিছুটা দিন দেখা গেল অসমেও।

 

Abhirup Das

সম্পর্কিত খবর