করোনার কারণে পিছিয়ে গেল অলিম্পিকস

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ  করোনা ভাইরাসের কারনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাচ মঙ্গলবার অলিম্পিক আপাতত স্থগিত করার বিষয়ে একমত হয়েছেন।24 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল অলিম্পিক।

আইওসি সভাপতি এবং জাপানের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে অলিম্পিক গেমসে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জড়িত প্রত্যেক অ্যাথলিটদের স্বাস্থ্য রক্ষার জন্য গেমস আপাতত স্থগিত করে দেওয়া হল। আইওসি এবং টোকিও 2020 এর আয়োজক কমিটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২১ সালের গ্রীষ্মের আগে অলিম্পিক ২০২০ অনুষ্ঠিত হবে

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনার কারনে অ্যাথলিটরা প্রশিক্ষণ নিতে অক্ষম।
এর আগেও 1916, 1940 এবং 1944 সালে, বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক গেমস বাতিল করা হয়েছিল।গত সপ্তাহের শেষের দিকে, আইওসি জানিয়েছিল যে তারা স্থগিতাদেশ বা গেমস সংশোধন সহ বিভিন্ন বিকল্পের বিষয়ে বিবেচনা করছে যাতে তারা এখনও জুলাইয়ের সময়সূচী অনুসারে স্থান নিতে পারে।

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) সভাপতি অ্যান্ড্রু পার্সনস বলেছেন, অলিম্পিক গেমস স্থগিত করার সিদ্ধান্তটি ছিল “একমাত্র যৌক্তিক বিকল্প”।
টোকিও 2020 প্যারালিম্পিক গেমস মঙ্গলবার 25 আগস্ট থেকে রবিবার 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পারসনস এক বিবৃতিতে বলেছেন, “বিশ্বব্যাপী COVID-19 এর প্রাদুর্ভাবের ফলে টোকিও 2020 প্যারালিম্পিক গেমস স্থগিত করা একেবারে সঠিক কাজ”

X