মদ প্রেমীদের জন্য সুসংবাদ, পুজোর দিনগুলোতে রেস্তরাঁ-পানশালা খোলা থাকছে গভীর রাত পর্যন্ত

বাংলাহান্ট ডেস্কঃ শুরু গয়ে গেছে উৎসবের মরশুম। এইসময় সমস্ত দুঃখ কষ্টকে পাশে রেখে আনন্দের জোয়ারে ভেসে যায় মানুষজন। এদিকে আবার করোনা আবহ চলতে থাকায় এখনও বেশ কিছু বিধি নিষেধ জারি রাখা হয়েছে। তবে এবার এই বিধি নিষেধের ক্ষেত্রে কিছু ছাড় দিল রাজ্য সরকার।

বিধি নিষেধ কিছুটা শিথিল করে জারি করল নয়া নির্দেশিকা। এই নির্দেশিকা অনুসারে, খুশির জোয়ারে ভেসে গেল সুরাপ্রেমীরা। নির্দেশিকায় বলা হয়েছে, ১০ ই অক্টোবর থেকে আগামী ২০ শে অক্টোবর পর্যন্ত রাজ্যে থাকছে না নাইট কার্ফু। দোকান খোলা রাখা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি জানানো হয়েছে, বেশি রাত পর্যন্ত খোলা রাখা থাকবে রেস্তোরাঁ এবং পানশালাগুলিও।

Bars 630x420 1

উল্লেখ্য, করোনা আবহে জারি করা বিধি নিষেধের মধ্যে এতদিন রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছিল রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত। শুধুমাত্র জরুরি পরিষেবা ব্যতীত এই সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোনোতে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। তবে এবার উৎসবের মরশুমে সেই বিধি নিষেধ কিছুটা শিথিল করল রাজ্য সরকার। বেশি রাত অবধি খোলা রাখা যাবে রেস্তোরাঁ এবং পানশালাও।

পাশাপাশি এই সময় রাজ্যের নিরাপত্তাও কয়েকগুণ বড়িয়ে দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, শহরের বড় বড় পুজো মণ্ডপ সর্বত্রই জারি হয়েছে কড়া নির্দেশিকা। উৎসবের মরশুমে যাতে কোন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখছে প্রশাসন। রাস্তায় থাকছেন ১৫ হাজার পুলিশকর্মী, ৪০০ ট্রাফিক পুলিশ, ৭০০ সাদা পোশাকের পুলিশকর্মী পাশাপাশি থাকছে হেভিরেডিও ফ্লাইং স্কোয়াডও।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর