দেশজুড়ে করোনার জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের জন্য এই বছর নিজেদের ক্লাবের বারপুজো স্থগিত রাখেন কলকাতার দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুই প্রধানের কর্তারা জানিয়েছেন ফুটবলের থেকেও আমাদের কাছে বেশি দামি হচ্ছে মানুষের জীবন সেই কারণে লকডাউনের কথা মাথায় রেখে আমরা এই বছর পয়লা বৈশাখের দিন আমাদের ক্লাবের বারপুজো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
করোনার আতঙ্কের কথা ভেবে কলকাতার দুই প্রধান এই বছর বারপুজো না করলেও নিয়ম মেনে কলকাতার ডালহৌসি ক্লাবে এবারেও পয়লা বৈশাখের দিন বারপুজো করা হল। বারপুজো করা হলেও অন্যান্য বছরের থেকে এবার বারপুজোয় বেশ কিছু ব্যতিক্রম ছিল। এবার ডালহৌসি ক্লাবের বারপুজোয় উপস্থিত ছিলেন না ক্লাবের কোনো কর্মকর্তা। ক্লাবের মালি, স্টাফ সহ মাত্র চার- পাঁচ জনের উপস্থিততে এবার বারপুজো করা হয় ডালহৌসি ক্লাবে।
লকডাউনের জেরে এবার বারপুজো করার জন্য কোন পুরোহিত পাওয়া যায় নি। তাই ডালহৌসি ক্লাব এর মালি নিজেই একজন ব্রাহ্মণ হওয়ায় এবার বারপুজো তিনিই করেন। পুজো করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয় সেগুলি খুব কষ্ট করে যোগাড় করে ক্লাবের মালিরা তারপর তারাই এবার পুজো করেন। ক্লাবের তরফ জানানো হয়েছে ক্লাবের মালিরা ক্লাবের প্রধানের কাছে পুজো করার অনুরোধ করেন সেই কারণে তাদের অনুমতি দেওয়া হয়। এই বছর বারপুজোর পুরোটাই করেন ক্লাবের মালিরা।