বাংলাহান্ট ডেস্কঃ দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করেও কোনও লাভ হয়নি। সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই এবার ফের কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কোথাও কোথাও। মালদায় (malda) দিনের পর দিন বেড়ে চলেছে করোনা। তাই সোমবার সন্ধ্যায় ফের লকডাউন (lockdown) ঘোষণা করা হয়েছে মালদায়। মালদার দুটি ব্লকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
অন্যদিকে, রাজ্যের আরও ৪ জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ নবান্নে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে। মালদার মতো এই ৪ জেলাতেও কি ফের লকডাউনের পথে হাঁটবে প্রশাসন? চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। আর তাই এখন সেইদিকেই তাকিয়ে রাজ্য।
মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। ওষুধ, মাছ, সবজি ও নিত্য প্রয়োজনীয় ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ থাকার সম্ভাবনা। বাস চললেও বন্ধ থাকতে পারে অটো, টোটো, রিক্সা সহ অন্যান্য যান চলাচল।
সোমবারের বুলেটিন অনুযায়ী, বাংলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬১ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৮৯৫ জন৷ এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৯৮৭ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬,৯৭৩ জন৷
রবিবার থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত বাংলায় মৃত্যু হয়েছে ২২ জনের৷ সম্ভবত একদিনে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭৬ জনে৷ একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়ল ৩১৫ জন৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫২৪ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,২৩৫ জন৷ যা শতাংশের হিসেবে ৬৬.২৭ শতাংশ৷ মালদার দুটি ব্লক ইংরেজবাজার ও পুরাতন মালদায়। এপ্রসঙ্গে জেলাশাসক জানান, রাজ্য সরকার অনুমোদন করলেই সিদ্ধান্ত কার্যকর করা হবে। মূলত অতি প্রয়োজনীয় নিত্যসামগ্রী ও খাদ্যসামগ্রী দোকান ছাড়া সব-ই বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে জেলাপ্রশাসন।