‘আমার মেয়ে থাকলে কঙ্গনার মতো হত’, কুইন এর প্রশংসায় পঞ্চমুখ রেখা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গ্ল‍্যামার জগতে মুখোশধারীদের ভিড়। স্পষ্ট কথা বলার মানুষ এখানে হাতে গোনা। তাদের মধ‍্যে দুজন হলেন রেখা (Rekha) এবং কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। দুজনে দুই যুগের অভিনেত্রী। কিন্তু তাঁদের এক করেছে বিতর্ক এব‌ং স্পষ্টবাদিতা। কঙ্গনাকে বেশ পছন্দও করেন বর্ষীয়ান অভিনেত্রী। নিজের মুখেই সেকথা জানিয়েছিলেন তিনি।

রেখা মন্তব‍্য করেছিলেন, তাঁর যদি মেয়ে থাকত তবে সে কঙ্গনার মতোই হত। ২০১৯ সালে একটি অনুষ্ঠানে নিজের হাতে রেখাকে পুরস্কার দিয়েছিলেন অভিনেত্রী। সেদিন রেখার দেওয়া একটি শাড়িও পরেছিলেন তিনি। কঙ্গনার এই ব‍্যবহার মন ছুঁয়ে গিয়েছিল প্রবীণ অভিনেত্রীর।


পুরস্কার নিয়ে তিনি জানিয়েছিলেন, কঙ্গনাই একমাত্র অভিনেত্রী যাকে তিনি সবথেকে বেশি ভালবাসেন। তারপরেই তিনি বলে ওঠেন, “আমার একটা মেয়ে থাকলে সে কঙ্গনার মতোই হত।” সম্প্রতি ‘কুইন’ অভিনেত্রীর এক ফ‍্যানক্লাবের তরফে আবারো শেয়ার করা হয় রেখার মন্তব‍্যটি। কঙ্গনার চোখে পড়তেই নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, ‘সেরা প্রশংসা!’

প্রসঙ্গত, বলিউডের ‘এভারগ্রিন বিউটি’ রেখা। নয় নয় করে বয়স কম হল না, অথচ তাঁকে দেখে বোঝার উপায় নেই তা। এখনো ঠিক আগের মতোই রয়েছেন রেখা। তাঁর সমসাময়িক অভিনেত্রীদের মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, সাদা চুল লুকানোরও খুব একটা বালাই দেখা যায় না অনেকেরই। কিন্তু রেখা এখনো না সেজেগুজে ক‍্যামেরার সামনে আসেন না।
রেখা ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা বিতর্ক সবই এখনো সমান প্রাসঙ্গিক।


ইন্ডাস্ট্রির বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমের গুঞ্জন সম্পর্কে সকলেই অবহিত। এমনকি অভিনেত্রী নিজেই আকারে ইঙ্গিতে স্বীকার করেছিলেন, বিবাহিত পুরুষদের উপরেই তাঁর মন মজে। বিতর্ক কঙ্গনার নামের সঙ্গেও বড় কম জড়ায়নি। এখনো পর্যন্ত তাঁর আলটপকা মন্তব‍্য বিতর্কের ঝড় তোলে বিভিন্ন মহলে।

সম্পর্কিত খবর

X