বাংলা হান্ট ডেস্ক : ভারত (India) বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে দিনের পর দিন। কিন্তু সে দেশের মৌলবাদীরা হিংসা ছড়ানোর কোনোও চেষ্টাই বাকি রাখছে না। সম্প্রতি এক বাংলাদেশি (Bangladesh) কট্টরপন্থী মওলানার একটি ভিডিও মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই মওলানার নাম এনায়েতুল্লা আব্বাসী (Enayetullah Abbasi)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মওলানা ভারতের বিরুদ্ধে হিংসার বিষ ছড়াচ্ছেন।
কী বলছেন ওই মওলানা? ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে রীতিমতো হুমকি দিয়ে তিনি বলছেন একদিন দিল্লির বুকে ইসলামি পতাকা উড়বে। কেউ যদি কোনও দিন বাংলাদেশ দখল করতে আসে তাহলে প্রত্যেকটা মাদ্রাসা ক্যান্টনমেন্টে পরিণত হবে। সেখান থেকে বেরিয়ে আসবে অস্ত্র। জিহাদের জন্য বাংলাদেশি সেনার সঙ্গে প্রত্যেক মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে থাকবে।
Enayetullah Abbasi, an Islamic scholar of Bangladesh. Who is popular in #Bangladesh for his #antiHindu extremist speech has threatened to fly the flag of Islam in India and asking Bangladesh army to prepare for Jihad against #India.#StandAgainstIslamicJihad pic.twitter.com/NsuhvycJuM
— Unity For Bangladeshi Hindus 🇧🇩 (@BeUnitedHindus) March 23, 2023
‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটির সঙ্গেই লেখা ছিল, ‘এনায়েতুল্লা আব্বাসী একজন বাংলাদেশি মুসলিম পন্ডিত। ইনি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে থাকেন। তিনি হুমকি দিয়েছেন দিল্লির বুকে ইসলামি পতাকা ওড়ানোর। এরই সঙ্গে বাংলাদেশের সেনাকে জেহাদের জন্য তৈরি হতে আদেশ দিয়েছেন।’
এই ভিডিওটি শেয়ার করা হয় ‘পাকিস্তান আনটোল্ড’ নামে একটু টুইটার একাউন্ট থেকেও। শোনা যাচ্ছে এই ভিডিওতে এনায়েতুল্লা বলছেন, ‘মায়ানমার আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ বাংলাদেশের এক ইঞ্চি জমিও দখল করতে আসে তাহলে প্রত্যেকটি মাদ্রাসা ক্যান্টমেন্টে পরিণত হবে। প্রত্যেক বাংলাদেশি মুসলমান সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জেহাদের ডাক দেবে। বাংলাদেশের ক্ষমতা রয়েছে দিল্লির বুকে ইসলামের পতাকা ওড়ানোর।’
After Pakistan, this Bangladeshi Mullah too will do 'Ghazwa e Hind'. pic.twitter.com/QOUHSJEhpB
— Pakistan Untold (@pakistan_untold) March 26, 2023
এই ভিডিও দেখেই ক্ষোভে ফেটে পরছেন ভারতীয়রা। এক টুইটার ব্যবহারকারী লিখছেন, ‘আমি ভারত সরকারকে বলতে চাই কোনপ মুসলিমকে যেন তারা সাহায্য না করে, সেটা নিজের দেশের হোক বা অপর দেশের। বাংলাদেশের জন্য ভারত কী কী করেছে ইতিহাস তার সাক্ষী রয়েছে।’