এবার BJP ছেড়ে তৃণমূলে আসছেন ‘এই’ মহিলা বিধায়ক! নাম বলে হাটে হাঁড়ি ভাঙলেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ যেকোনো নির্বাচন এলেই তার আগে দলবদলের হিড়িক পড়ে যায়। এই কিছুদিন আগে পঞ্চায়েত ভোটের আগে সেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল (Trinamool Congress) আর তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে আসা নিয়ে রীতিমতো ধাক্কাধাক্কি। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ফের শুরু দলীয় পতাকা পরিবর্তনের জল্পনা। কিছুদিন আগেই এক বিজেপি বিধায়ক (BJP MLA) ঘাসফুলে যোগ দিয়েছেন। এবার ফের এক বিধায়কের তৃণমূলে নাম লেখানোর জল্পনা উস্কে দিলেন জোড়াফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

kunal ghosh

ফের দলবদলের জল্পনা

প্রসঙ্গত, কিছুদিন আগে মালদহে বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর গাড়িতে এক তৃণমূল নেতার গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ সামনে আসে। উত্তরবঙ্গের এই মহিলা বিজেপি বিধায়ক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। এদিন এই MLA-কে নিয়েই মন্তব্য করলেন তৃণমূলের কুণাল ঘোষ। আর তাতেই জোড়ালো হল জল্পনা।

আরও পড়ুন: চুরির ওপর চুরি! আরও বড় দুর্নীতি সামনে আনল ED, পুর নিয়োগ দুর্নীতিতে মাথা ঘুরে যাওয়া মোড়

কুণালের ইঙ্গিত!

সম্প্রতি এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “শ্রীরূপা চৌধুরীকে কেন প্রাণে মারা হবে? উনি তো আর কিছুদিন পরই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসবেন। তাহলে ধাক্কা কেন মারা হবে। ধাক্কা মারা হয়নি। হয়ত কোনও কারণে ধাক্কা লেগে গেছে।” তৃণমূল মুখপাত্রের এই মন্তব্যেই শুরু জল্পনা।

বিজেপিতে ‘ধস’?

প্রসঙ্গত, শেষ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসায় দেখা গিয়েছিল ৭৭টি আসনে জিতেছে বিজেপি। তবে দিন দিন সেই সংখ্যা কমেই চলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়কে দিয়ে শুরু, এখনও থামার নাম নেই। একে একে বহু গেরুয়া বিধায়ক নাম লিখিয়েছে তৃণমূলে।

tmc bjpp

আরও পড়ুন: হাইপ্রোফাইল হয়েও যন্ত্রনা! জেলে টিভি থাকলেও ম্যাচ দেখতে পারবেন না বালু-পার্থরা, শুরু ঝামেলা

গেরুয়া ছেড়ে সবুজে কারা?

কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে আসেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার। ওদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিত্‍ দাস, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালরাও একে একে নাম লিখিয়েছেন তৃণমূলে। এবার যদি ফের এক মহিলা বিধায়ক বিজেপি ছেড়ে জোড়াফুলে যায় তাহলে লোকসভার আগে বঙ্গ বিজেপি যে আরও কিছুটা দুর্বল হবে সেই নিয়ে কোনও দ্বিমত নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর