নতুন বছরের প্রথম দিনেই মিলল সুখবর! এবার আয়ের ওপর ধার্য হবে মাত্র ৫ শতাংশ ট্যাক্স, নির্দেশ জারি অর্থমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই দেশের লক্ষ লক্ষ করদাতার (Taxpayers) জন্য মিলল বড়সড় সুখবর। এমতাবস্থায় আপনিও যদি আয়কর দেন, সেক্ষেত্রে এখন থেকে আপনাকে মাত্র ৫ শতাংশ কর দিতে হবে। মূলত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) নতুন বছরে জনগণকে একটি বড় উপহার দিয়েছেন। ইতিমধ্যেই দেশজুড়ে বাজেটের প্রস্তুতি চলছে পুরোদমে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত থেকে চাকুরিজীবী প্রত্যেকেই বড় ধরণের কর ছাড়ের আশা করছেন।

যেকোনো সিস্টেমেই মিলবে সুবিধা: এই প্রসঙ্গে বিস্তারিত জানাতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এখন থেকে অনেককেই মাত্র ৫ শতাংশ কর দিতে হবে। শুধু তাই নয়, আপনি নিউ ট্যাক্স রিজিম গ্রহণ করুন বা ওল্ড ট্যাক্স সিস্টেমের মধ্যে থাকুন, কোনোক্ষেত্রেই এখন আপনাকে আর বড় কর দিতে হবে না।

কারা দেবেন ৫ শতাংশ ট্যাক্স: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষের মধ্যে আয় করেন এমন ব্যক্তিদের এবার শুধুমাত্র ৫ শতাংশ হারে কর দিতে হবে। এর চেয়ে বেশি ট্যাক্স দিতে না হবে তাঁদেরকে। অন্যদিকে, যাঁদের আয় ২.৫ লক্ষ টাকার কম সেক্ষেত্রে তাঁদের এক টাকাও কর দিতে হবে না।

বাড়তে পারে ট্যাক্স ফ্রি ইনকামের স্ল্যাব: উল্লেখ্য যে, এবারের বাজেটে ট্যাক্স ফ্রি ইনকামের পরিধি বাড়াতে পারে সরকার। বর্তমানে, কয়েক লক্ষ মানুষ মাত্র ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পান। সেক্ষেত্রে এই সীমা ৩ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। এমতাবস্থায়, কয়েক কোটি করদাতাকে বড় সুবিধা দিতে পারে সরকার।

nirmala sitharaman

সর্বশেষ পরিবর্তন হয়েছিল ২০১৪ সালে: শেষ বার ২০১৪ সালে ট্যাক্স লিমিট বৃদ্ধি করা হয় সরকারের তরফে। আগে এই সীমা ছিল ২ লক্ষ টাকা। পরবর্তীকালে তা বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়। এদিকে, সরকারের এই সিদ্ধান্তে বিনিয়োগের জন্য বেশি টাকার সুবিধা পায় সাধারণ মানুষ।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X