২১ জুলাই নিয়ে কড়া নির্দেশিকা তৃণমূলের ! ফ্লেক্স ব্যানারে থাকবে শুধুই মমতা ও অভিষেকের ছবি

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাইয়ের সমাবেশ (21 July Shahid Diwas) নিয়ে শাসকদলের (Trinamool Congress) প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে দলের রাজ্য নেতৃত্বের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হল শহীদ দিবসের কর্মসূচীর হোর্ডিং, ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়া কারও ছবি ব্যবহার করা যাবে না। তৃণমূল তরফে প্রতিটি জেলায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এবছরের শহিদ সমাবেশের জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে শীর্ষ নেতৃত্ব তরফে। তার মধ্যে হোডিং এবং ব্যানারে ছবি ব্যবহারের বিষয়টি সম্পর্কেও জানানো হয়েছে। প্রতিটি বুথে কমপক্ষে দুটি করে দেওয়াল লিখন করতে হবে বলে নির্দেশ।

রাজ্য কমিটির পাঠানো সিডি অনুযায়ী দেওয়াল লিখন বা ফ্লেক্স তৈরি করতে হবে। পাশাপাশি প্রচারে কোনও ব্যক্তির নাম নেওয়া যাবে না বলেও জারি হয়েছে নির্দেশ। সমস্ত প্রচারের ক্ষেত্রে নিজস্ব এলাকার সংগঠনের নাম লিখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি অঞ্চল এবং ওয়ার্ডে কর্মীসভা ও পথসভা করতে হবে বলে দল তরফে নির্দেশ। সমাবেশ সংক্রান্ত যে প্রচার কর্মসূচী পালন করা হয়েছে তা জেলা সভাপতির হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। যে কোনও কর্মসূচির সঙ্গে দলের বিধায়ক ও শাখা সংগঠনের সদস্যদের শামিল হতে হবে।

tmc flag

এ বার ২১-র সমাবেশকে পঞ্চায়েত ভোটে নিহত কর্মীদের জন্য শ্রদ্ধা দিবস হিসাবে পালন করা হবে বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবেই প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেরে মতে, বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত সাসক দল। তাই নতুন করে যাতে আর কোনও জট না পাকায় সেই ভেবেই এই কড়াকড়ি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর