জাহাজ, বিমান! গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের উদ্ধারে নামল সেনা, চলছে কাবেরী অভিযান

বাংলা হান্ট ডেস্ক : রণক্ষেত্র সুদান (Sudan)। সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যেই সুদান থেকে ভারতীয় নাগরিকদের (Indian Citizen) উদ্ধারের অভিযান শুরু হল সোমবার। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার অভিযানের নাম – ‘অপারেশন কাবেরী’। সুদানের গৃহযুদ্ধের পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলেন বহু ভারতীয়।

এখনও পর্যন্ত সেদেশে মৃত্যু হয়েছে এক ভারতীয়র। এই পরিস্থিতিতে সেই দেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা বড় সমস্যার। এরই মধ্যে গতকাল থেকে শুরু হওয়া অপারেশন কাবেরীর অধীনে প্রায় ৫০০ ভারতীয়কে সুদান বন্দরে সরিয়ে আনা সম্ভব হয়েছে। সুদান বন্দরে মোতায়েন রয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। সেই জাহাজে করেই ভারতীয়দের সুদান থেকে দেশে ফেরানো হবে বলে সরকারি সূত্রে খবর।

kaveri 2

সরকারি তথ্যে জানা যাচ্ছে, গৃহযুদ্ধ শুরুর আগে সুদানে প্রায় ২৮০০ জন ভারতীয় নাগরিক ছিলেন। এদিকে সুদানে ১২০০ ভারতীয় বংশোদ্ভূত থাকেন। এরা প্রায় ১৫০ বছর ধরে বংশানুক্রমে সেখানে থাকেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পরে সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযানের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

নৌসেনার প্রধান আর হরিকুমার ও বায়ুসেনার প্রধান বি আর চৌধুরী এই বৈঠকে উপস্থিত ছিলেন। মিশর ও সৌদির রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন বৈঠকে। এদিকে হিসেব বলছে, গতকাল পর্যন্ত এই সংঘর্ষে অন্ততপক্ষে ৪২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩,৭০০ জন। আমেরিকা জানিয়েছে, দুই পক্ষই আগামী ৭২ ঘণ্টার জন্য সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে।

প্রায় ১০ দিন আগে সুদানে সেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে সেদেশের আধাসামরিক বাহিনীর। এই সংঘর্ষে গতকাল পর্যন্ত তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেদেশের চিকিৎসক ইউনিয়ন। খারতুম বিমানবন্দরেও এক সাধারণ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর