করোনা কালে সস্তা সোনা কেনার সুযোগ, কাল থেকে খুলবে মোদী সরকারের এই স্কীম

বাংলাহান্ট ডেস্কঃ করোনার মধ্যে লকডাউনের ভিতরেই স্বর্ণ ক্রেতাদের জন্য এক বিশেষ স্কীম আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চালু করতে চলেছে সার্বভৌম স্বর্ণ বন্ড প্রকল্পের (Sovereign Gold Bond Project)। এই প্রকল্পের তৃতীয় সিরিজটি ২০২১ সালের ৮ ই জুন প্রকাশিত হতে চলেছে। যা আগামী ১২ ই জুন পর্যন্ত খোলা থাকবে।

পাশাপাশি সরকার আরও জানিয়েছে যে সরকার ২০ ই এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি অংশে সোভেরিন গোল্ড বন্ড প্রকাশ করবে।

জারী করা সোনার বন্ড
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারত সরকারের পক্ষ থেকে এই সোভেরিন সোনার বন্ড প্রকাশ করবে। সোভেরিন সোনার বন্ডের দাম, ১ গ্রাম সোনার দাম ৪৬৭৭ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, তবে অনলাইনে এই সোনা কিনলে ১০ গ্রামের জন্য ৫০০ টাকা এবং প্রতি গেম ৫০ টাকা করে ছাড় পাবে।

9f631c3e8924186bde1853c87356ef6c

নির্ধারিত বিক্রয় মূল্য
মে মাসের তালিকায় এই সার্বভৌম সোনার বন্ডের চাহিদা ছিল সর্বাধিক। সরকার গত মাসে ২৫ লক্ষ ইউনিট বিক্রি করে মোট ১১৬৮ কোটি টাকা আয় করেছে। যা এপ্রিল মাসে আয় হয়েছিল ৮২২ কোটি টাকা। মে মাসের ১১ থেকে ১৫ তারিখ অবধি এই সাবস্ক্রিপশন খোলা হয়েছিল। এক ইউনিটের বিক্রয় মূল্য ছিল ৪৫৯০ টাকা। কিন্তু অনলাইনে কেনার ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা এবং গ্রাম প্রতি ৫০ টাকা ছাড় দেওয়া হয়েছিল। এখনও অবধি মোট ৩৯ টি তালিকা পেশ করা হয়েছে।

সার্বভৌম সোনার বন্ড প্রকল্প
২০১৫ সালের নভেম্বর 2015 মাসে এই প্রকল্প শুরু করা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য হ’ল দৈহিক সোনার চাহিদা হ্রাস করা এবং সোনা কেনার জন্য সঞ্চীত অর্থ সাশ্রয় করতে ব্যবহার করা। তবে এই পদ্ধতিতে আপনি কর থেকে মুক্তি পেতে পারেন।

সোনার ক্রয়ের পরিমাণ
কোন ব্যক্তি বছরে সর্বনিম্ন মূল্য ১ গ্রাম এবং সর্বোচ্চ ৪ কেজি এই সোনার বন্ড কিনতে পারবেন। তবে, কোন সংস্থা সর্বোচ্চ ২০ কেজি সোনার বন্ড কিনতে পারবে। তবে সোনার দাম হ্রাস পেলে, ব্যক্তির মূলধনও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এনএসই এবং বিএসইর মতো পোস্ট অফিস এবং স্টক এক্সচেঞ্জের মাধ্যম এবং অনলাইনেও এই সোনার বন্দ ক্রয় করা যেতে পারে।

eb2490cabff1ed7dfde014e5edf24fd1

বন্ড প্রকাশের সময় সূচী
তৃতীয় সিরিজের সাবস্ক্রিপশন ৮ ই থেকে ১২ ই জুন পর্যন্ত চালু থেকে, কিস্তি প্রকাশ পাবে ১৬ ই জুন।
চতুর্থ সিরিজের সাবস্ক্রিপশন ৬ ই জুলাই থেকে ১০ ই জুলাই পর্যন্ত চালু থেকে, কিস্তি প্রকাশ পাবে ১৪ ই জুলাই।
পঞ্চম সিরিজের সাবস্ক্রিপশন চালু থাকবে ৩ রা আগস্ট থেকে ৭ ই আগস্ট পর্যন্ত। এবং এর কিস্তি প্রকাশ পাবে ১১ ই অগস্ট।
ষষ্ঠ সিরিজের সাবস্ক্রিপশন চালু থাকবে ৩১ শে আগস্ট থেকে ৪ ই সেপ্টেম্বর নেওয়া যেতে পারে। এবং এর কিস্তি প্রকাশ পাবে ৮ ই সেপ্টেম্বর।

Smita Hari

সম্পর্কিত খবর