মমতাকে হটাতে দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলাচ্ছে বিরোধীরা? ব্যক্তিগত সহায়কের পোস্টে জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় ক্রমাগত কোনঠাসা হয়ে পড়ছে বিজেপি। একের পর এক নির্বাচনে বিপর্যয়ের মুখ তারা। কিছুতেই যেন তৃণমূলের সঙ্গে টেক্কা দিয়ে উঠতে পারছে না পদ্ম শিবির। একের পর এক নেতার দলত্যাগ, দলের অন্দরে বিদ্রোহ সবকিছু মিলিয়ে ভাঙনের মুখে বঙ্গ বিজেপি। ঘুরে দাঁড়াতে কী হবে তাদের মাস্টারস্ট্রোক তা নিয়েই তুঙ্গে জল্পনা। তবে এরই মধ্যে সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি করলেন দিলীপ ঘোষের ব্যক্তিগত সহায়ক।

রবিবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা দিলীপ ঘোষের ব্যক্তিগত সহায়ক দেব সাহা। সেই পোস্টে তিনি দাবি করেন যে, মমতাকে হটাতে দিলীপ ঘোষের নেতৃত্বে সমস্ত বিরোধী দলেরা এক হচ্ছে। এই সম্পর্কিত বৈঠকও হয়েছে বলেও দাবি করেন তিনি।

   

ওই ফেসবুক পোস্টে দেব সাহা লেখেন, ‘শুনছি দিলীপ দার নেতৃত্বে কংগ্রেস, সিপিএম, এবং তৃণমূল, সর্বোদলের সমন্বয়ে মমতাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর জন্য জোট হতে চলেছে। এটা নিয়ে দু দফায় বৈঠক ও হয়েছে |’ কার্যতই তাঁর এহেন দাবিকে ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে।

Screenshot 2022 04 18 at 11.21.01 AM

বঙ্গ রাজনীতিতে বিজেপির সঙ্গে অন্যান্য বিরোধী দলের যা সমীকরণ তাতে যে কোনও পরিস্থিতিতেই এহেন জোট একপ্রকার অসম্ভব বলেই মনে হয়। উপনির্বাচনের আগেও লাগাতার বিজেপি বিরোধী প্রচার চালিয়েছে বামেরা। তবে দিলীপ ঘোষের ব্যক্তিগত সহায়কের এহেন দাবিকে একেবারে গুরুত্বহীন বলে অবহেলাও করতে পারছেন না ওয়াকিবহাল মহল। কিন্তু এই পোস্টের মাধ্যমে ঠিক কী বোঝাতে চাইলেন দেব সাহা, তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর