ছবিটি থেকে তিনটি পাখি খুঁজতে পাচ্ছেন? তাহলেই আপনি জিনিয়াস

বাংলাহান্ট ডেস্ক : এই ছবিতে মোট তিনটি পাখি খুঁজে পেলেই আপনি জিনিয়াস! কিন্তু ওইযে, এই ছবিতে পাখি খোঁজা মানে খড়ের গাদায় সুচ খোঁজার চেষ্টা। পাখি খুঁজতে গিয়ে অনেকেই নাজেহাল হয়ে গেছেন। কিন্তু একটা পাখিও খুঁজে পাননি। তবে পুরো ছবিটি ভালো করে মনোযোগ সহকারে দেখলে খুঁজে পাবনে বৈকি। ভালো করে ছবিটি জুম করুন।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি

দেখতে পেলেন পাখি? ঘাসের উপর তিনটি পাখি বসে আছে। পাখিগুলোকে খুঁজে পেতে তীক্ষ্ণ দৃষ্টির পাশাপাশি উন্নত মস্তিষ্কেরও প্রয়োজন। ফটোগ্রাফার ছবিটি এমন ভাবে তুলেছেন যে, শুধুমাত্র খুব ভালো দৃষ্টিশক্তির মানুষ দেখতে পাবেন। আপনি যদি এই ধরনের ধাঁধা সমাধানে বিশেষজ্ঞ হয়ে থাকেন তাহলে পাঁচ সেকেন্ড কেন, পাঁচ মিনিটের বেশি সময় ধরে খুঁজেও পাখি দেখতে পাবেন না।

   

 

এই ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করা মানেই বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। আপনিও যদি তীক্ষ্ম বুদ্ধিমত্তা আর শক্তিশালী দৃষ্টিশক্তির অধিকারী হন, তাহলে নিশ্চয় এই পাখিগুলিকে খুঁজে পাবেন। ছবিটিতে প্রাথমিকভাবে ঘাস, কিছু পাথর, পাতা এবং কাঠের টুকরা দেখা যাচ্ছে। কিন্তু কিছু অংশে ঘাসের রং সবুজ নয়।

navbharat times 101490533

সেখানেই ফোকাস করলে দেখা যাবে জোড়ায় জোড়ায় দুটি পাখি বসে আছে। তাদের থেকে আরোও একটু দূরত্বে আরেকটি পাখি বসে আছে। এই পাখিগুলির রঙ কিছুটা মাটির সঙ্গে মিশে গিয়েছে। তাই আপাতদৃষ্টিতে পাখিগুলোকে দেখা যাচ্ছে না। পাখিগুলোকে দেখতে গেলে খুব তীক্ষ্ণ দৃষ্টিশক্তি প্রয়োজন। ছবিটি জুম করে দেখলে তবেই এই পাখিগুলিকে পরিষ্কার দেখতে সক্ষম হবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর