বাংলাহান্ট ডেস্ক : অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা আমাদের ইন্দ্রিয়ের সক্রিয়তার পরিচয় দেয়। এই ধরনের গেম মস্তিষ্ককে আরো সচল করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশনের খেলা আজকাল ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আজ নিয়ে এসেছি আপনাদের জন্য।
একটি ৬ সেকেন্ডের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)
এখানে দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই দুটি ছবি পাশাপাশি রাখলে একই দেখতে লাগবে। তবে মজার কথা হল এই দুটি ছবির মধ্যে রয়েছে অন্তত তিনটি পার্থক্য। আপনাকে দেওয়া হবে মাত্র ৬ সেকেন্ড। এই ৬ সেকেন্ডের মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বার করতে পারলেই কেল্লাফতে। এই ধরনের অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা অনেকেই আমরা ছোটবেলায় খেলেছি।
আরোও পড়ুন : প্রধানমন্ত্রীর এই ৭ গুণ থাকলেই হবে বাজিমাত! দুর্দান্ত উন্নতি হবে দেশের, বলেছেন স্বয়ং চাণক্য
সংবাদপত্র, বিভিন্ন ম্যাগাজিনে এই ধরনের অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) গেম থাকে। আপনি এই খেলা নিজে অথবা বন্ধুদের সাথেও খেলতে পারেন। এবার আসা যাক আজকের মূল খেলাটিতে। যে ছবিটি আজ আমরা দিয়েছি সেখানে একটি কচ্ছপকে দেখা যাচ্ছে। সেই কচ্ছপের পিছনে রয়েছে কিছু গাছপালা। আর রয়েছে নীল জল। এবার আপনার ৬ সেকেন্ড সময় শুরু হল।
৬ সেকেন্ডের মধ্যে যদি আপনারা সমাধান করতে না পারেন তাহলে চিন্তা নেই। নিচের দুটি ছবিতে লাল বৃত্তের মধ্যে আমরা বুঝিয়েছি পার্থক্য তিনটি। যদি একবারে আপনারা এই ধরনের খেলার সমাধান না করতে পারেন তাহলে হতাশ হবেন না। আগামী দিনে এই ধরনের অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা নিয়ে আমরা হাজির হব আবার।